পাখির কথা কলমে খাদিজা খাতুন
পাখির কথা খাদিজা খাতুন খাঁচায় বন্দী পাখিরাও যে লুকিয়ে রাখে দুঃখ, কষ্ট বলে সর্বজনকে সাজে না যে আর মূর্খ। খাঁচায় বন্দী পাখিকে শুধালে, হাস্যোজ্জ্বল কন্ঠে বলে সব মন খুলে। পরিপাটি বাসা আমার চার দেয়ালে বন্দী, শত্রু পক্ষ আঁটে না তাই আক্রমণের ফুন্দি। খাবার পায় প্রতিদিন নিয়ম করে নাই তে কোনো চিন্তা, খাবার খায়, গান আয় […]