বাবার চিঠি কলমে খাদিজা খাতুন
বাবার চিঠি খাদিজা খাতুন —জানিস খোকা আমি না পৃথিবীর সর্বোচ্চ ভার বহন করেছি, —যেদিন তোর সাথে আমার শেষ দেখা হয়েছিল সেদিন। —ওই যে তোকে বিদায় দেওয়ার সময়। —আমার মনে হচ্ছিল পৃথিবীর সব দুঃখ নিংড়ে এসে আমার বুকে বাসা বেঁধেছে, —আমি না, সেই জন্য নিঃশ্বাস নিতে পারছিলাম না। —আর হাঁটতেও পারছিলাম, মনে হচ্ছিল কাঁঠালের —কাঁচা আঠার […]