নীরব আত্মকথন কলমে মদিনা তাবাসসুম
নীরব আত্মকথন মদিনা তাবাসসুম যখন, অক্ষিযুগল ভরে আসে ঘন বর্ষায়, এ জীবন ছেয়ে যায় অমাবশ্যায়। যখন ভাবি, এ জীবনে কানায় কানায় দুঃখ, হৃদয়পটে ভেসে ওঠে প্রিয়জনদের মুখ। যারা আমায় করেছে লালন, বুনেছে আশার আলো, সে আলো নিভিয়ে দিয়েছি দু’হাতে করেছি চারপাশ তমশার চাদরে মোড়া কালো। হুতুম পেঁচা, ঝিঁঝিঁ পোকা আপন মনে ডেকে যায়, তাল মিলিয়ে […]