রাত্রির উপাসিকা কলমে ফক্বিহা
রাত্রির উপাসিকা কলমে ফক্বিহা রাতটা অদ্ভুত নীরব। বাড়ির পাশের পুরনো শিরীষ গাছটাও যেন আজ ক্লান্ত— পাতাগুলো নিঃশব্দে মাটিতে ঝরে পড়ছে, যেন সময়ের হাতছাড়া হয়ে পড়া কোনো স্মৃতি। রুহিনা জানালার পাশে বসে। চুলে জমে আছে রাতের অন্ধকার, চোখে জমে আছে নীরব চিৎকার। বহুদিন পর আজ আবার সে লেখার টেবিলে ফিরে এসেছে। কাগজগুলো আগের মতোই সাদা, কিন্তু […]
