মনুষ্যত্ব দেখি না কলমে সাদিকুল ইসলাম

মনুষ্যত্ব দেখি না
সাদিকুল ইসলাম

আকাশ সমান ভালবাসি
কিন্তু বিশ্বাসটা যে রাখি না।
এ শহরটাতে মানুষ দেখি, মনুষ্যত্ব দেখি না।

রূপের গুণের নাই তো অভাব,
সুদর্শটা যে আর দেখি না।
এ শহরটাতে মানুষ দেখি, মনুষ্যত্ব দেখি না।

প্রকৃতিই যে ছায়ার আশ্রয়,
তবুও তারে ধ্বংস করতে বাঁধে না।
এ শহরটাতে মানুষ দেখি, মনুষ্যত্ব দেখি না।

ছিনতাইকারী ধুলাই খেলেও
ঘুষের খবরটা কেউ রাখি না।
এ শহরটাতে মানুষ দেখি, মনুষ্যত্ব দেখি না।

ছেলেটা আজ মস্ত অফিসার মস্ত ফ্লাটের মালিক,
তবুও মায়ের থাকার জায়গা যে দেখি না।
এ শহরটাতে মানুষ দেখি, মনুষ্যত্ব দেখি না।

শিক্ষক ও শিক্ষিতের নেই তো অভাব
তবুও কেন অজ্ঞতাটা কমে না?
এ শহরটাতে মানুষ দেখি, মনুষ্যত্ব দেখি না।

ধর্মের কর্মে সবাই চুর,
ধার্মিক তো আর দেখি না।
এ শহরে তো মানুষ দেখি, মনুষ্যত্ব দেখি না।

দেশে দেশে কত সন্ধি চুক্তি!
তবুও কেন সীমান্ত ছাড়া চলে না?
আসলে এ শহরটাতে মানুষই দেখি, মনুষ্যত্ব টা আর দেখি না।

আরো পড়ুনঃ  দিপন মন্ডল এর সেরা ২টি কবিতা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *