মাকে নিয়ে স্ট্যাটাস খুঁজতে এসেছেন গুগলে, মানুষ শুনলে হাঁসবে। তবে মানুষের হাসাহাসি টা নিয়ে পিছনে পড়ে থাকা চলবে না, জানতে হবে শিখতে। আমরা সবাই মাকে ভালোবাসি। প্রতিটি মা আমাদের মূল, আমাদের মা গুলো যেদিন আমাদের গর্ভে ধারণ করেছিলো। সেদিন থেকেই মায়েরা অসুস্থ। টানা প্রায় ১০ মাস আমাদের কে তাদের গর্ভে ধারণ করেছিলো। এটা আমরা সবার কাছেই শুনি কিন্তু কই গুরুত্ব দিয়ে তো বোঝার চেষ্টা করি না।
এরপর সেই অবুঝ বেলা, মানে যখন আমরা একটা শিশু মাত্র কিন্তু মানুষ নয়। সেই মা, সেই অবুঝ বেলা টা বোকা একটা প্রাণীকে কথা বলতে শিখিয়েছে, পৃথিবী দেখতে শিখিয়েছে, শুনতে শিখিয়ে এক কথায় বলা যায় মানুষ হতে শিখিয়েছে।প্রতিটি মায়ের অক্লান্ত পরিশ্রমে আমরা আজকে এতো বড়, তাদের প্রতি রইলো অফুরন্ত ভালোবাসা এবং অসংখ্য কৃতজ্ঞতা যা কখনো বলে প্রকাশ করা যাবে না। আরো শুকরিয়া আদায় করা উচিত সবার আমাদের নিজ নিজ মা গুলোকে নিয়, যারা নিজেকে হেফাজত রেখেছে এবং আমাদের নিজেদের সুন্দর একটি পরিচয়ে সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ।
মা মা মা তারপর শুনা গেলো বাবা, এমন একটি কথা শুনেনি, এমন মানুষের সংখ্যা খুব কম বা নেই বললেই চলে। এটা কোথায় নেই সেটা খুঁজতে হবে, আমার জানা মতে সব জায়গায় আছে। প্রতিটি ধর্মে, বিজ্ঞানে, আমাদের পাঠ্য বইয়ে এ যেন সব জায়গায়। এটা কখনো মিথ্যা হতে পারে না। সত্যি মা ছাড়া পৃথিবীর প্রতিটি সন্তানেই অসহায়।
মাকে মিস করা নিয়ে ক্যাপশন, মাকে নিয়ে সেরা উক্তি, মাকে নিয়ে স্ট্যাটাস, মা দিবসে মাকে নিয়ে কিছু কথা, মাকে নিয়ে গল্প ও মাকে নিয়ে ক্যাপশন লেখকে সার্চ করলে আজ হাজারো লেখা ছাড়াছাড়ি এই অনলাইন প্লাটফর্মে। তবে আমাদের প্লাটফর্মে সেগুলোর মধ্যে বাছাই করা ১০১ টি সেরা বাক্য, লাইন, উক্তি।
মাকে নিয়ে স্ট্যাটাস
নিঃসন্দেহে আপনি আপনার মাকে অনেক বেশি মিস করতেছেন। মায়ের জন্য স্ট্যাটাস খুঁজতেছেন৷ মা সবার প্রিয়, কিন্তু কেউ কি কখনো প্রকাশ করেছে?.. আপনি করছেন এর মানে আপনিই সবার থেকে সেরা ও এগিয়ে আছেন। আপনার প্রতিটি মায়ের ভালোবাসা সব-সময়ের জন্য থাকবে ইন শা আল্লাহ।
০১। মা খুশি থাকলে সন্তানও খুশি।
০২। মা মানেই সুন্দর!
০৩। “মা কে ভালোবাসো সুখী হবে!
০৪। মা তুমি ছাড়া আমি অসহায়!
০৫। মা মানেই যত্নশীল!
০৬। যার মা নেই সেই বুঝে মায়ের কি কদর!
০৭। মায়ের তুলনা হয়!’
০৮। ঘুম থেকে উঠে সর্বপ্রথম মায়ের মুখ দেখা সুন্নাত।
০৯। মা তো মা ই, মায়ের কোনো তুলনা হয় না।
মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, পৃথিবীর সকল মা বাবা ভালো থাকুক সুস্থ থাকুক।
আলহামদুলিল্লাহ,,,
১০। ১০ টাকা চাইলে, ২০ টাকা হাতে ধরিয়ে দেওয়া মানুষটি হচ্ছে মা।
১১। আম্মা একটা গোলাপ,
আজন্মকাল যে সুগন্ধি ছড়ায়
যার সুঘ্রাণে বিভোর থাকি চিরকাল মা।
১২। আপনি অনেক বোকা হতে পারেন,অনেক খারাপ ছাত্র হতে পারেন, আপনি অনেক কালো হতে পারেন,, কিন্তু আপনার মায়ের কাছে আপনি তার শ্রেস্ট সন্তান!
১৩। মা তুমি ছাড়া শুধু ঘর না
পুরো দুনিয়াটা অসম্পূর্ণ,,!
Love you মা।
১৪। মা কখনো হয় না পর
যতই আসুক তুফান ঝড়
অন্যের ভালোবাসা হতে পারে ছলনা
কিন্তু, মায়ের ভালোবাসার সাথে
কোন কিছুর হয়না তুলনা।
আরো পড়ুনঃ অল্প কিছু শব্দে জানুন ফারাজ করিম চৌধুরী’র বিশদ জীবনী |
১৫। “মায়ের সাথে দু’মিনিট কথা বললে সব ক্লান্ত শেষ হয়ে যায়!
-মা!
১৬। আমি ভালো থাকার পিছনে, আমার মায়ের দোয়া সেরা!
১৭। ‘ছেলেকে “সাত রাজার ধন” বলে একজনই ডাকেন তিনি হলেন মা!
– মা!
১৮। মা আজ কষ্ট হচ্ছে তোমার জন্য
তোমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরি বলি
তোমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হয় আমার।
১৯। মা ছাড়া যেমন
সন্তান ভালো থাকে না।
বাবা ছাড়া তেমনি
সংসার চলে না।
কিন্তু বাস্তবতা বড়ই কঠিন
যাদের মা নেই
তাদের ও দিন যায়।
যাদের বাবা নেই
তাদেরও সংসার চলে।
কিন্তু একটা শূন্যটা থাকেই যাই
এই অনুভূতিটা বোঝার ক্ষমতা
রয়েছে শুধু এতিমদের।
২০। জীবনে অনেক কিছু হারিয়েছি,
অর্থ হোক বা নিরলস প্রচেষ্টায়
আবার সেগুলো ফিরেও পেয়েছি।
কিন্তু, একমাত্র মা’ নামক জিনিসটা
হাজারো চেষ্টাও পাওয়া গেলো না৷
২১। যার মা নেই, সেই বুঝে মা হারানোর বেদনা,
ইচ্ছে হলেই মা ডাকার সুযোগ তারা পায় না।
অন্য কোন সম্বোধন দিয়ে মায়ের ঘাটতি পূর্ণ হয়না,
২২। যেখানেই যাই না কেন মা,
বাসায় এসে প্রথমে তোমাকেই খুঁজি।
২৩। পৃথিবীর সবকিছুই বদলাতে পারে, কিন্ত মায়ের
ভালোবাসা কখনো বদলাবার নয়.!!
২৪। ১০ মাস পেটে
৩ বছর বুকে আর
সারাজীবন হৃদয়ে রাখেন
সে হচ্ছে আমাদের মা।
২৫। মাগো এ দুনিয়াতে আপনি ছাড়া কেউ আপন নয়,
ওমা আমি আপনার মাঝে বেঁচে থাকতে চাই।
আর কোন কিছুর প্রয়োজন নাই আমার।
আপনি আমার সুখ আনন্দ।
আরো পড়ুনঃ রসুনের উপকারিতা, অজানা ১০ টি উপকারিতা সম্পর্কে জানুন |
২৬। পৃথিবীর শ্রেষ্ঠতম একটি সম্পর্কের নাম।
২৭। যিনি নিজের জীবনকে
মৃত্যুর মুখে ঢেলে দিয়ে
সন্তানের জীবন রক্ষা করে,
তিনি হলে মা।
২৮। মায়ের আরেক নাম শান্তি বললে ভুল হবে না।
২৯। মা ছাড়া শুধু বাড়ি নয়, জীবনটাও অসম্পূর্ণ।
৩০। এ দুনিয়াতে মা ছাড়া কেউ কারো মন খারাপের কারণ খুঁজে না,, আর যদি আজকে মা কাছে থাকতো তাহলে হয়তো মনটা ভালো হয়ে যেত।
I Miss You Ma,,,
৩১। মা মানে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন।
৩২। মায়ের ছোট পেটে সন্তানের জায়গা হয়,
কিন্তু সন্তানের বিরাট ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না!
৩৩। সবাইকে মা দিবসের শুভেচ্ছা,
বেঁচে থাকুক পৃথিবীর সকল মমতাময়ী মা।
৩৪। মা ছাড়া পৃথিবীটা ‘অন্ধকার’
যাদের মা বেঁচে আছেন।
তারা একবার বলি আলহামদুলিল্লাহ!
৩৫। ঐ চাঁদের টিপে,
মন ভোলেনা মা!
দোলনা দোলে…
মন দোলে না মা
রাতে চোখে…
ঘুম যে নামে না মা
৩৬। একজন মায়ের তুলনা শুধু’ই মা।
যার তুলনা আর কারো সাথেই খাপ খাই না,
আমার মা আমার অহংকার।
৩৭। মা মানেই মমতা
৩৮। মা তো সেই ব্যক্তি যে, নিজে কষ্ট পেয়ে সন্তানকে খুশি করতে ব্যস্ত।
৩৯। মা, পৃথিবীর সবচেয়ে ভয়ংকর আপন মানুষ।
৪০। দরকার থাকুক আর না থাকুক, একবার মা কে দেখতে পেলে মনটা সত্যি ভালো হয়ে যায়!
৪১। মা মানেই মমতা।
৪২। মা, সে তো আল্লাহ’র দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত।
৪৩। যার বাবা নেই, তার অর্ধেক পৃথিবীটা নেই।
যার মা নেই, তার গোটা পৃথিবীটাই নেই।
৪৪। মাকে অবহেলা করিও না।
মা হারিয়ে গেলে,
কখনো খুঁজে পাবে না।
৪৫। আমি জান্নাত দেখিনি, কিন্তু আমার মা’কে দেখেছি।
৪৬। মায়ের মূল তো সেই বুঝে, যার মা নেই।….
৪৭। রাজপুত্র তুমি ততক্ষণ “মা” আছে যতক্ষণ।
৪৮। মাকে কখনো কষ্ট দিও না।
কারণ মা জীবনে একটা আসে ও একবারেই আসে।
৪৯। মা তুমি সেই মা,,,
যে আমার হাত ধরে
চলতে শিখেছো।
৫০। মা যতই মারুক, যতোই বকুক
মা যতোই শাসন করুক
একদিন মা বাড়িতে না থাকলে বুঝা যায়
মা ছাড়া দুনিয়া অচল।
৫১। মা আছে মানে পুরো পৃথিবী তোমার পাশে আছে।
মা নেই যায়, সেই বুঝে সে কতটা অসহায়।
আপনার আমাদের সাথে ফেসবুক প্লাটফর্মের মাধ্যমেও আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন। আমাদের পেইজ চিরকুটে সাহিত্য |
৫২। যার মা নেই, সেই জানে বাস্তবতা কি আর কত কঠিন।
৫৩। কেউ যদি জিজ্ঞেস করে,
পৃথিবীর সবচেয়ে মূল্যবার জিনিস কি?
আমি বলবো আমার মা।
৫৪। ‘বাড়িতে যত মানুষই থাকুক না কেনো..
‘মা’ না থাকলে বাড়ি ফাঁকা লাগবেই..!!’
৫৫। বাবার চেয়ে দায়িত্বশীল কোন পুরুষ হয় না এবং মায়ের চেয়ে যত্নবান ও নারী হয় না।
৫৬। আজকের লাইনটা আমার মাকে নিয়ে,
আমি চন্দ্র দেখেছি,,! সূর্য দেখেছি,,!
তারা দেখেছি,,,! শত শত,,!
আমি দুনিয়াতেও একটা জান্নাত দেখেছি যা দেখতে আমার মায়ের মতো,,,!
৫৭। সময়ের সাথে সবকিছু বদলে যায়,
কিন্তু মায়ের ভালোবাস একই থাকে।
৫৮। নিজের মায়ের কাছে সময় কাটাও,
এতো ভালোবাসা আর কোথাও পাবে না।
৫৯। মা কে অবহেলা করিও না,
মা হারিয়ে গেলে আর কখনাে খুঁজে পাবে না।
৬০। ‘এক ইঞ্চি কম হলে লাইন থেকে বাদ দেওয়া হয়, আর অর্ধেক লা!শ কেন নিব! এক মায়ের কথা!
– বাংলাদেশ সেনাবাহিনী
৬১। আমার জন্য ছাদ, মাটি, খাওয়া, বাঁচা, সব ওনি, ওনি আছে বলেই বেঁচে আছি।
৬২। ভালোবাসি আপনাকে অনেক মা, খুব মিস আপনার হাতে মার আর মুখে তুলে দিয়া ৩ বেলা খাবার। মা কবে যে বাড়িতে আসবো জানি না, মা আল্লাহ ভালো জানে মা খুব তারাতারি বাড়িতে আসবো মা।
-প্রবাসী
৬৩। মা মানেই এক আকাশ ভালোবাসা অনেক ভালোবাসি মা।
৬৪। ‘মা’ মমতার মহল
‘মা’ পিপাসার জল
‘মা’ ভালবাসার সিন্ধু
‘মা’ উত্তম বন্ধু
‘মা’ ব্যাথার ঔষুধ
‘মা’ কষ্টের মাঝে সুখ
‘মা’ চাঁদের ঝিলিক
‘মা’ স্বর্গের মালিক।
৬৫। পৃথিবীতে সব চাইতে শ্রেষ্ঠতম দোয়া’র স্থান হলো মা-বাবা।
৬৬। লোক লজ্জার ভয়ে খালি কইতে পারি না,
আমার মা আমারে এহনো মারে।
৬৭। সবকিছুই বদলে যাচ্ছে, কই মায়ের ভালোবাসা একটুও বদলে গেলো না।
৬৮। কালা মানুষের বউ সুন্দর হয়।
-আমার মা বলছে!
৬৯। প্রতিটি মায়ের হাসিই সুন্দর’♡
মাকে নিয়ে গল্প
প্রতিটি মাকে নিয়ে প্রতিটি সন্তারে রয়েছে অসম্ভব সুন্দর কিছু গল্প, সেই গল্প গুলো সবার সাথে শেয়ার করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা প্রকাশের ব্যবস্থা করে দিবো ইন শা আল্লাহ। মাকে নিয়ে স্ট্যাটাস খুঁজে এসে অনেকেই গল্পও পড়ে নিবে, আপনার ভালোবাসার। অথবা স্মৃতিটি আর্কষণীয় স্মারক হিসেবে সংরক্ষিত হোক। আমাদের সাথে যোগাযোগের ই-মেইল ঠিকানা – [email protected]
৭০। রাগের মাথায় মায়ের মন ভেঙ্গেছি বহুবার,
কই মা তো আমাকে “ছেড়ে” যাই নি।
৭১। মায়ের চোখের পানিতে জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যায়।
৭২। মা মানেই সুন্দর,
হোক সেটা আপনার কিংবা আমার..!
৭৩। বলে ছিলাম “তাড়াহুড়া শয়তানের কাজ”
– তাই বলে কি তুই দেরী করে গোসল করবি, দেরী করে খাইবি, দেরীতে ঘুমাইবি, দেরী করে ঘুম থেকে উঠবি?
উক্তিটি কার?
৭৪। মা তুমি আমার সব কিছু।
এই মিছে মায়ার দুনিয়াতে কেউ আপন নয়,
একমাত্র মা আপন।
৭৫। বাড়ি ফিরতে একটু দেরি হলে,
রাস্তার দিকে তাকিয়ে থাকা,,, বার বার ফোন করে জিজ্ঞেস করা! মানুষটার নামই হলো
– মা!
আরো পড়ুনঃ বাবাকে নিয়ে ১০১টি বাছাই করা স্ট্যাটাস |
৭৬। মায়ের হাঁসিটা ভিষণ প্রিয়।
৭৭। পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে!
সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে। কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে সে হলো মা!
৭৮। একদিন তুমি খুশিতে কাঁদবে আর বলবে
ইয়া ‘আল্লাহ’ আমি যা চেয়েছিলাম তার চেয়েও
অনেক বেশি দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
৭৯। “মা বাবা বেঁচে আছেন মানেই তুমি সুখী!
মাকে নিয়ে স্ট্যাটাস নিয়ে কিছু কথা
মাকে নিয়ে স্ট্যাটাস দেওয়া নিঃসন্দেহে ভালো কাজ কিন্তু, আজকে মা নিয়ে যতটা ভাবছি ভবিষ্যতে এমন ভাববো?.. ভালোবাসবো?.. এগুলো প্রশ্ন নিজেকে করুন। আজকে মা দিবস হলে যে শুধু আজকে মাকে ভালোবাসতে হবে এমন কিন্তু না। মা যেমন ছোট থেকে মা ছিলো তেমনি সেই মা আজকে তেমনি আছে নেই কোন ভালোবাসার পরিবর্তন। এগুলো আমাদের নিজে থেকে কল্পনা করা উচিত মা ছাড়া আসলে নিঃস্বার্থে ভালোবেসে যাবে এমন মানুষ আমি দেখিন নাই।
৮০। মা আজকে মনটা ভীষণ খারাপ, তুমি কাছে থাকলে হয়তো মনটা ভালো হয়ে যেত!
-প্রবাসী!
৮১। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মাকে যারা কষ্ট দিবে তার কখনও জান্নাতে যেতে পারবে না।তাই সকলের কাছে আমার অনুরোধ তোমরা কখনও মাকে ক্ষ্ট দিওনা।
৮২। মা দিয়ে মাসজিদ। মা দিয়ে মাদ্রাসা। মা দিয়ে মাদিনা। মা দিয়ে মাক্কা। সো মা কে কেউ কষ্ট দিয় না।
৮৩। যার ললাটের ঐ সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে .. আলতা রাঙ্গা পায়ের ছোঁয়ায় রক্ত কোমল ফোটে। সেই যে আমার মা, যার হয়না তুলনা।
৮৪। পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে, সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে। কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে সে হলো মা
৮৫। মা……
মা এমন একটা জিনিস, যার নেই সে ই বুঝে তার মমতা। প্রতিটা পদক্ষেপে বুঝা যাই তার শূন্যতা। তখন মনে হয়, সে যদি হতো তাহলে এটা বলতো, এটা করতো বা এটা দিতো।
হাজারো খারাপ সময় হলে ও আমাকে বুঝতো। একজন প্রিয় বন্ধু র মতো পাশে থাকতো। আমার সব ইচ্ছে র গুরুত্ব দিতো।
৮৬। যারা প্রেমের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত, তাদেরকে বলছি.. পারলে একটু মন থেকে বলুন “মা” এর জন্য জীবন দিতে পারি “মা” ই তো আপনের আপন…
৮৭। মা, মা “মমতার মহল” মা “পিপাসার জল” মা “ভালবাসার সিন্ধু” মা “উত্তম বন্ধু” মা “ব্যাথার ঔষুধ” মা “কষ্টের মাঝে সুখ” মা “চাঁদের ঝিলিক” মা।
৮৮। বাবু যখন বুকেই ঘুমিয়ে পড়ে, ওর নিঃশব্দের শব্দটাও মায়ের কাছে শান্তি মনে হয়।
৮৯। “মায়ের সাথে দু’মিনিট কথা বললে সব ক্লান্ত শেষ হয়ে যায়।
৯০। এতিমখানার দেয়ালে ইটের টুকরা দিয়ে লেখা ছিল,
“চাওয়ার ছিল অনেক, পাইনি আমি কিছু,, আরেকটিবার ফিরে এসো মা,,কথা ছিল কিছু!”
– মা!
৯১। কোন এলাকায় সবাই মিলে একজনকে মারে, সে চুরি’র অপরাধে মার খাচ্ছে। সবাই যদি তাকে মারে! এর ভিতরেও যদি, ওই চোরকে বাঁচানোর জন্য একজনের পিঠ দেখা যায়, সেটি হবে মা পিঠ।
৯২। মা এই পৃথিবীর শ্রেষ্ঠ উপহার।
৯৩। মা-বার জন্য দোয়া, রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানিছ ছগিরা।
৯৪। বাবা থাকে বুকের ভিতরে
আর, মা থাকে প্রতিটি নিঃশ্বাসে।
৯৫। মা বাবা থাকতে, মা বাবাকে কদর করো, ভালোবাসো, একবার হারিয়ে গেলে আর ফিরে পাবে না!
৯৬। সৃষ্টিকর্তার দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে মা। আলহামদুলিল্লাহ….
৯৭। মা মানে কি!
সেটা মায়ের থেকে দূরে
থাকলেই বোঝা যায়।
৯৮। মা ছাড়া জীবন অসহায়।
৯৯। মা’কে কখনো কষ্ট দিও না
মা তোমাকে কষ্ট করে বড় করে তুলেছে।
মায়ের চোখের জল
সৃষ্টিকর্তা পছন্দ করে মা।
১০০। পৃথিবীতে কতো রকমের পারফিউম যাবে আসবে!
কিন্তু মা’য়ের আঁচলের গন্ধ সবসময় একই রকম থাকবে!
১০১। পৃথিবীতে সবচেয়ে দামী রুমাল হলো
মায়ের আঁচল।
মায়ের তুলনায় মা নিজেই
মায়ের সাথে তুলনা হওয়া, তবে হ্যাঁ মায়ের সাথে মাকেই তুলনা করা যায়। পৃথিবীতে প্রতিটি স্ত্রী লিঙ্গের এই প্রজন্ম বৃদ্ধি করার শক্তি রয়েছে, হয়তো কোনটি ব্যতিক্রমে ফলে বাদ যেতে পারে, যেটি সৃষ্টিকর্তার ইচ্ছে। প্রতিট মা তাঁর সন্তাকে খুব বেশি যন্ত করে আগলে রাখে, তাদের ভালোবাসা গুলো সম্পূর্ণ নিখুঁত। ভেজাল মুক্ত, যতটুকু ভালোবাসা দেখায় ততটুকুই যেন কম হয়ে যায়।