আমি দুঃখী
নুর মোহাম্মদ
রাস্তার মোড়ের পাশে আমার ভাঙা ঘর
থাকি আমি নাই কেউ আপন
দুঃখী বলে দেয় লোকে দু -এক আনা
তা দিয়ে চলে যায় আমার সারাবেলা
দিন রাত একা থাকি নাই আমার সাথী।
পাশে দুই চারটি ঘর ডাকে সকলে
যদি তাদের ঘরে ভালো কিছু হয়
আমি থাকি হাসি খুশি সবার সাথে
আমার দিন ভালো হলে মন্দ করে সবে
আমি ডাকি আপন মনে দেয় জুতা আমার কপালে
বলিতে পারি নহে কেন এমন করে
বলি মন্দ কারে আর আমি নিজেইতো মন্দের দলে
করিতে পারি না প্রতিবাদ আজ আমি দুঃখী বলে
অমার ঘর মন্দ তবে মন টা আছে ভালো
যারে দেখি বন্ধু করি আমি আপন মনে
আমি দুঃখী কেউ নহে আপন করে দূর আমায়
আশা পূর্ণ হয় তাদের যখন আমি দুঃখী মন্দ তখন
কবি পরিচিতিঃ নুর মোহাম্মদ, জন্মেছেন চাঁদপুর জেলার, উত্তর মতলব থানার মান্দারতলী গ্রামে।
বাবা মোঃ ওবায়েদ উল্লাহ বেপারি এবং মা মরহুমা নুরজাহান বেগম। মাধ্যমিক পাস মান্দারতলী মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয় থেকে, বর্তমানে নাউরী আর্দশ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। জন্মের সময় মা কে হারিয়ে নানা’র হাত ধরে পথ চলা শুরু করেছে সে, তার শখ লিখালিখি করা।