হিম বুড়ি
উম্মে সালমা
হিম বুড়ি শীত হয়ে
নামলো পাতাল জুড়ে।
কুয়াশা মোড়া রাস্তা ঘাট
আব্ছা আলোর ভীড়ে।
রোদ্রময়ী রোদ হেসেছে,
বাড়ির উঠোন কোনে।
মনটা যেন উঁকি দিলো
খেজুর রসের ভাড়ে।
চাদর গায়ে রাখাল ছেলে
নিয়ে গরুর পাল,
মাঠের দিকে যাবে কি না?
হয় যে বে-শামাল ।
খোকা-খুকী রয়না ঘরে।
বাইরে যাওয়া চাই-
শিশির ভেজা খালি পায়ে,
একটু হাঁটা চাই-
পাশের বাড়ির দাদু মণি।
ঠান্ডা নাহি সয়-
এই শীত ভালই ভালই-
কেটে যেন যায় !
কবি পরিচিতিঃ উম্মে সালমা, পিতা: মোঃ নজির হোসেন , মাতা: চায়না বেগম (শাহিনা)। জন্ম স্থান:তেরখাদা,খুলনা। শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স পাশ ( জাতীয় বিশ্ববিদ্যালয়), এইচ,এসসি : নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, এস এস সি: নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়। আবৃত্তি প্রশিক্ষক:মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর, খুলনা।