মেঘের ছোঁয়ায় মন

মেঘের ছোঁয়ায় মন
কাজী ইমাম হোসেন

নীল আকাশে মেঘের সারি
জমছে আধার ঘন কালো
বৃষ্টি ভেজা বাগ আঙ্গিনা
ফুল ফসলের জন্য ভাল।

মন আকাশে জমলে বারিদ
বিষন্নতার চাপ ফুটে বদনে
ফিরে কারো সতেজ মনন
নিভৃতে অশ্রু সিক্ত ক্রন্দনে।

সমাজ যখন হয় মেঘাচ্ছন্ন
কলহে কলহে দিনাতিপাত
কেউ ছাড়েনা কথায় কাজে
ঘটতে থাকে দ্বন্দ সংঘাত।

সখা সখির প্রেমের মেঘে
নিত্য জমে থাকে হাটুজল
কেউবা আবার নিরব মনে
ত‍্যাগ করে এই ভূ-মন্ডল।

কবি পরিচিতিঃ কাজী ইমাম হোসেন। পিতা মৃত- কাজী মো: ইউছুপ। ১৯৯০ সালে ১লা জানুয়ারী, ১৭ই পৌষ ১৩৯৬ সনে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার অন্তর্গত ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিষুরবন্দ গ্রামের কাজী পরিবারে (জমজ দুইভাই) জন্মগ্রহণ করেন।উল্লেখ‍্য যে তার বাবা চাচাও জমজ ছিলেন।পাঁচ ভাই পাঁচ বোনের মধ‍্যে তিনি সপ্তম এবং ভাইদের মাঝে সবার ছোট। তিনি ২০১১ সালে ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেন।ছাত্র জীবন থেকেই কবিতা ছড়া পড়ার প্রতি আগ্রহ।সেই থেকেই লেখালেখি পত্রিকায় কবিতা গল্প ছড়া ছাপা হয়।তাছাড়া যৌথ কাব‍্যগ্রন্থ – “খোয়াব”, “কাব‍্য সারথি”, “মা এবং বাবা আমার পৃথিবী”, এবং ” মন খারাপের কয়েক বছর” – এ লেখা প্রকাশ হয়েছে।

আরো পড়ুনঃ  দুঃশাসন কলমে আবু আদনান খতিবুর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *