তরুণ কবি ও লেখক শরিফুল ইসলাম সম্পর্কে জানবো। কবির সংক্ষিপ্ত পরিচিত ও জীবনী, শিক্ষা জীবন, সাহিত্য জগতে প্রবেশ সহ প্রকাশিত বইয়ের নাম ও সংখ্যা এবং কবির পাওয়া পুরস্কার ও সম্মাননা সম্পর্কে জানবো।
সংক্ষিপ্ত পরিচিত
হাসি মুখে সবার সাথে কথা বলা মানুষটা শরিফুল ইসলাম। একাধারে কবি,লেখক হিসেবে খ্যাত । তিনি নবীন কবি ও কল্যাবারের পড়ুয়া স্টুডেন্ট নামে সমধিক পরিচিত। তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের দক্ষিণ বুড়াইল কল্যাবার গ্রামে মুসলিম পরিবারে ২৯ শে ডিসেম্বর ২০০৫ সালে জন্মগ্রহণ করেন। বাবার নাম মোঃ গোলাম মওলা মিয়া এবং মায়ের নাম মোছাঃ সহিদা আকতার।তিনি গোলাম মওলার দ্বিতীয় নন্দন।
শরিফুল ইসলামের ছবি
শিক্ষা জীবন
ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি ছিল প্রবল ঝোঁক। ২০১৬ সালে নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি, ২০২২ সালে গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় থেকে কৃতিত্বের সহিত এসএসসি পাস করেন। বর্তমানে গাইবান্ধা সরকারি কলেজে অধ্যয়নরত আছেন। নিজ বাড়িতে গ্রামের ছাত্রছাত্রীদের পড়াশোনার মান উন্নয়ন জন্য তৈরি করেছেন কর্তিকুড়া ট্যালেন্ট প্রাইভেট হোম ও জ্ঞানের আলো গ্রন্থাগার। পড়াশোনা করার কারণে অনেক পুরষ্কার ভূষিত হয়েছেন।
সাহিত্যের সূচনা
অনলাইন সহ বিভিন্ন পেপার পত্রিকায় তার কবিতা, গল্প,ভ্রমণ কাহিনী প্রকাশ হওয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ইসলামিক, সামাজিক, প্রকৃতি ও রোমান্টিক বিষয় নিয়ে লেখালেখি করেন। তার এই সাহিত্য সাধনা চালিয়ে যেতে চান।
প্রকাশিত বই
তার কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ “চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি”, “সাহিত্যের দিশারী অদম্য ইচ্ছাশক্তি”,” চৌষট্টি জেলার কবির মেলা ” প্রকাশিত হয়েছে। সাপ্তাহিক ও মাসিক ম্যাগাজিনে তাঁর লেখা প্রকাশ পায়। তার শ্রেষ্ঠ কবিতা “আমি এক মধ্যবিত্ত ও আলগা পিরিত ” খুবই জনপ্রিয়তা পেয়েছে।
পুরস্কার ও সম্মাননা
কবি সুকুমার রায় সাহিত্য পুরষ্কার-২০২৩ ভূষিত হয়েছে। এছাড়া ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের পক্ষ থেকে BEST POET, WRITER & PEACE WORKER INTERNATIONAL AWARD -2023 সহ বেশ কিছু সম্মাননা পেয়েছেন।
নিয়মিত পড়ুন এবং লেখুন চিরকুটে সাহিত্য প্লাটফর্মে |