৪টি সেরা প্রেমিকের কাছে চিঠি | অসমাপ্ত প্রেমের চিঠি

৪টি সেরা প্রেমিক-প্রেমিকার কাছে চিঠি | অসমাপ্ত প্রেমের চিঠি

মানুষের জীবনের সবকিছুর পূর্ণতা পেতে নেই। যেখানে অপূর্ণতা রয়েছে সেখানেই যেন না পাওয়ার একটা গভীর কষ্ট থেকে যায়। মনে থাকে সেই সময়ের প্রতিটি মূহুর্তের কথা। অনেক না পাওয়ার গল্প রয়েছে যেগুলো অনেক গুলোই লিপিবদ্ধ করা হয়নি৷ আজকে সেই মানুষ গুলো কিছু স্মরণীয় চিঠি বা অসমাপ্ত প্রেমের চিঠি গুলো আমরা পড়বো।

অসমাপ্ত প্রেমের চিঠি

 

প্রিয় অনুভূতি,

পত্রে আমার ভালোবাসা নিবেন। একটা দিন আপনার লগে কথা না হলে বুকটা আমার ফাইট্টা যায়। আপনাকে যে আমি কতোটা ভালোবাসি তা ভাষায় বুঝাইতে পারবো না। সত্যি বলতে আপনাকে আমি ভীষণ ভালোবাসি। আপনাকে ছাড়া বেঁচে থাকা আদৌ সম্ভব নয়। আপনি আমার অস্তিত্বের ধারক-বাহক। আপনার মায়াবী হাসির মুগ্ধতায় আপাদমস্তক আচ্ছন্ন আমি।

বুকের পাঁজর জুড়ে আপনার উপস্থিতি বিদ্যমান। আপনাকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভুলে গেছি। কখনো আমাকে ছেড়ে যাইয়েন না। মন চাইলে কষ্ট দিয়েন তবুও ছলনার নাগপাশে আমাকে আবদ্ধ কইরেন না। আমি সইতে পারবো না। আপনি আছেন বলেই আমার বেঁচে থাকার সার্থকতা। আপনার বিকল্প বলে কিছু ভাবি না। আমার বুকের মধ্যে হানে আপনার জন্য একটা বাসা বেঁধেছি। আমার পৃথিবী বলে আপনাকেই জানি। অসীম আকাশের বিশালতা ভুলে আপনার মাঝেই আমি বসতি গড়তে চাই। আমার স্বপ্নটা মিথ্যে প্রমাণ করে দিয়েন না। আপনার এক বিন্দু ভালোবাসা পেলেই হাজার জনমের বেঁচে থাকার স্বাদ পাবো আমি। আপনার অনুভূতির মাঝে আমাকে একটু জায়গা দিয়েন। আজ আর নয়। ভালো থাকবেন আপনি।

ইতি
আপনার পাগল প্রেমিক

 

না বলা ভালোবাসার চিঠি |  অসমাপ্ত প্রেমের চিঠি
না বলা ভালোবাসার চিঠি | অসমাপ্ত প্রেমের চিঠি

না বলা ভালোবাসার চিঠি

প্রিয় শম্পা

কোন কাননের ফুল তুমি, কেমন তোমার গড়ন,কুন্তল কি মেঘবর্ণ, মৃগাক্ষী নয়ন, ঠোঁট দু’টি গোলাপ বরণ, আহা কী হাসি! মুখে তোমার মায়ার বাণী। হৃদয় বলে স্বর্গ খুঁজে পেয়েছি। আজও সেই কথা খুঁজি। হ্যাঁ সত্যি করে তোমাকে খোঁজে ফিরি। আমি জানি এই অত্যাধুনিক যুগে চিঠির রকমারির কারিশমা ম্রিয়মান। তবুও লিখতে বসলাম। কারণ এটিই স্থায়ী, এটি সাক্ষী, কালের আবর্তনে, অবসর সময়ে হৃদয়ের শান্তি। এস ফিরে যায় পূর্বের স্মৃতিতে। ভালোলাগার ভালোবাসার এঁকেবেঁকে বয়ে যাওয়া প্রেম কাহিনীর মধুমালায়। দুজনার সংলাপ হলো, কথার ফাঁকে ফাঁকে দুজনার স্বপ্ন, সুন্দর জীবন, বর্তমান জীবন, ভাবি জীবন এবং অনেক কথার বাগানে প্রবেশ করলাম। হাঁটলাম হাতে হাত রেখে। কথা হলো চোখে চোখ রেখে। নদীর তীর ঘেষে, অজানা বনের সুরঙ্গ পথ ধরে এবং ঘুরেছি দেখার মত দর্শনীয় স্থানে। বেশ ভালোই লেগেছিল। কত হাসি, কত আনন্দ, কত সুখ এই জীবনে পেলাম। সবে পেলাম উষ্ণ ছোঁয়ার স্পর্শ। পেলাম আমি আপন করে নিবিড় ভাবে। আমি রোমাঞ্চিত।

আরো পড়ুনঃ  চিঠি দিলাম কলমে আমিনুল ইসলাম

হে প্রিয়তম! তোমার রূপদর্শন আমাকে মোহিত করে। তোমার নিবিড় ভালোবাসা অবিরাম কাছে টানে। প্রতি দিন আহবান করে। মনের রাজ্যে বসন্তের সাজে বিমোহিত। কৃষ্ণচূড়ায় ফুলে ফুলে ছেয়ে গেছে ডাল। ডাকছে পাখি ডাকছে কোকিল। বসন্তের ভরা যৌবনে আমরা করি পণ। আমদের ভালোবাসা বেঁচে থাক চিরকাল। অটুট থাকুক প্রবাহমান। ভালোবাসার বসন্ত থাকুক অমলিন। যেন ভুলে না যায় কোন দিন।

ইতি,
তোমার মনের মানুষ।

 

পদ্মজা কাছে চিঠি |  অসমাপ্ত প্রেমের চিঠি
পদ্মজা কাছে চিঠি | অসমাপ্ত প্রেমের চিঠি

পদ্মজা কাছে চিঠি

প্রিয় পদ্মজা,

দুচোখে তোমার ছবি দেখছি-জানালার পাশে বসে লিখছি। আজ শুক্রবার। সকাল থেকেই মেঘের কামাই নেই। সন্ধ্যা সমাগত; একটু পরেই মাগরিবের আজান হবে। আমি জানালা দিয়ে তাকিয়ে আমার হৃদয়ের এ্যালবামে শুধু তোমাকে নিয়ে অযুত স্বপ্ন বুনছি। মাঝে মাঝে বৃষ্টির ছাট এসে আমার পড়ার টেবিলটা ভিজিয়ে দিচ্ছে। আমার জানালার ওপাড়ে একটা কদম গাছ। ডালে দুটো শালিক পাখি। পাখি দুটো জবুথবু হয়ে ভিজছে। একটা শালিক আরেকটা শালিককে পাখা দিয়ে টেনে বুকে নিচ্ছে। আজ এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমাকে খু-উ-ব মনে পড়ছে। আসলে ভেজা বৃষ্টিতে তোমাকে না ঠিক কদম ফুলের মতো সুন্দর লাগে! আজ তুমি আমায় ছেড়ে অনেক দূরে।

তোমাকে ছাড়া আমি শুন্য, আমি বাঁচতে চাইনা পদ্মজা। প্যাকেট প্যাকেট সিগারেটই আমার এখন সম্বল। জানিনা আমার এই চিঠিটা তোমার হাতে পৌঁছাবে কী না…! তুমি ভালো থেকো আর আমি মরে গেলে আমাকে দেখতে এসো।

ইতি
তোমারই- মুকুল।

 

 ভালোবাসার মানুষের কাছে চিঠি | অসমাপ্ত প্রেমের চিঠি
ভালোবাসার মানুষের কাছে চিঠি | অসমাপ্ত প্রেমের চিঠি

ভালোবাসার মানুষের কাছে চিঠি

প্রিয় ভালোবাসার মানুষ

আমার সালাম ও ভালোবাসা নিও প্রিয়। কেমন আছো ইচ্ছা হলে জানিও তোমার অপেক্ষায় থাকা আমি এক পাগল প্রেমিকা। মনে পড়ে প্রিয় ভালোবাসা মনে কি আমি জানতাম না, ভালোবাসা বলতে আমার বই ছাড়া আর কিছুই ছিলনা। আমরা একি টিউশনে পড়তাম তুমি আমাকে কথার মাধ্যমে শিখিয়ে দিলে ভালোবাসা কাকে বলে, কি ভাবে ভালোবাসতে হয়। তোমার ভালোবাসার প্রস্তাব আমাকে দিয়েছিল। আমি ভালোবাসা কি না বোঝাই তোমার ভালোবাসা গ্রহণ করিনি। ধীরে ধীরে তোমার শেখানো ভালোবাসা দিয়ে আমিও মন উজাড় করে ভালোবেসে ফেললাম তোমায়। তুমি চলে গেলে বহু দূরে কাজের উদ্দেশে, আমি তোমার আসার অপেক্ষা করতে লাগলাম, পড়াশোনা জন্য আপনাকেও যেতে হলো হোস্টেল। হোস্টেলে থেকেও তোমার কথা মনে করতাম, লুকিয়ে তোমার ছবি তুলেছিলাম। সে ছবি দেখতাম। কখনো নম্বর নেওয়ার সাহস হয়নি।

আরো পড়ুনঃ  ২০২৪ সালের সেরা বান্ধবীর কাছে চিঠি

বাড়ি এসে শুনলাম তুমি বিয়ে করেছ অন্য এক মেয়েকে ভালোবেসে। চোখের অশ্রু সমুদ্রে ভরে গেলো তবুও তুমি বুঝলেনা আমার ভালোবাসা। কেমন প্রেমিক যে চোখের ভাষা তুমি বুঝলেনা আর আমি বা কেমন প্রেমিকা যে তোমাকে ভালোবাসার অপেক্ষায় রয়ে আছি মাসের পর মাস। তাই তোমার বিয়ের কথা শুনে তোমায় চিঠি লিখলাম। আমি চলে গেলাম না ফেরার দেশে, বিদায় জানায় তোমায় ভালো থেকো।

ইতি
তোমার পাগল প্রেমিকা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *