সহজ পথে চলো
হুমায়রা হক সুমি
চলো সবাই সহজ পথে
বাঁকা পথে কাঁটা,
বিঁধলে তা ব্যথা পাবে
যাবে না তো হাঁটা।
নদীর ঘাটে ছোট-বড়
তরী বাঁধা আছে,
উঠবে যারা সেই তরীতে
তারাই যাবে কাছে।
এপাড়েতে আছে কত
নানান রকম মানুষ,
আনন্দতে গড়াগড়ি
নাই যে তাদের হুশ।
মাঝদরিয়ায় থাকবে যখন
আসলে তখন ঝড়,
ভালো মন্দ বুঝবে নাতো
কাঁপবে রে থরথর।