কাজ হবে না
উম্মি হুরায়েরা বিলু
কন্ঠে কন্ঠ মিলিয়ে আজকে
গাইছি পরাধীনতার গান,
দেশের জন্য আবারো বাঙালি
করবে জীবন দান।
রক্ত থাকতে দেশটারে ভাই
নিতে দিবো না কেড়ে,
দরকার হলে বীর বাঙালি
নিদ্রা দিবে ছেড়ে।
ভুলো না তোমার একাত্তরের
সেই বীর কাহিনি,
দেশের জন্য জীবন দিতে
আমরা কিন্তু জানি।
জেল জুলুম আর হত্যাকান্ডে
ভয় করি না মোরা,
অধিকার আদায়ে জীবন দিতে
বাঙালি জাতি সেরা।
দেশেটা কেঁড়ে নেওয়ার মতো
করো না কো ভুল,
মরতে জানি মারতে জানি
ছাড় পাবে না এক চুল।