আহবান নিয়ে কবিতা

আহবান
মোহাম্মদ শিমুল ঢালী

তুমি চলে এসো-
দুয়ারে দাড়িয়ে আছি,
চেয়ে থাকি পথপানে তোমার অপেক্ষায়।

তুমি চলে এসো-
খেজুর পাতার শীতলপাটি,
মেহগনি ফুল পরশ হবে ঐ দুটি রাঙা পায়।

তুমি চলে এসো-
বাদল হয়ে কাঁদবো আমি,
কদঁম হয়ে হাসবো গাছে তোমার ইশারায়।

তুমি চলে এসো-
জোনাকীদের হাট বসাবো,
তোমায় দেখে লুকাবে চাঁদ মেঘের পর্দায়।

তুমি চলে এসো-
পালতোলা এক নৌকা হবো,
তোমায় নিয়ে হারিয়ে যাব অসীম অজানায়।

তুমি চলে এসো…

আরো পড়ুনঃ  বাংলার প্রকৃতি নিয়ে কবিতা | প্রকৃতির নিমন্ত্রণ কলমে নূরুল আলম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *