মানুষ রূপী বানর
উম্মি হুরায়েরা বিলু
বিবেক হারিয়ে হয়েছো আজ
মানুষ থেকে বানর,
মানুষ রূপে ঘুরে বেড়ানো
ঠিক যেনো এক কুকুর।
অহামিকায় অন্ধ হয়ে
ভুলেছো পরিচয়,
বাবা মা থাকে বৃদ্ধাশ্রমে
কুকুর ঘরে রয়।
মুসলিম হয়ে সন্তানকে
শিখাও হিন্দি গান,
মানুষ হয়ে পারো নি রাখতে
মানুষ হওয়ার মান।
বিবেকটাকে কবর দিয়ে
হয়েছো তুমি পশু,
ভুলে গেছো ছিলে একদিন
কোমল মনের শিশু।