শেষ উপহার তুমি, পর্ব ১ম
লেখিকাঃ মাহী সুলতানা রুমা
অনুর কলেজে আজ প্রথম দিন । কলেজে ভর্তি হওয়ার সময় আরশি নামের একটি মেয়ের সাথে অনুর পরিচয় হয়। এই কলেজে অনুর আজ সব কিছু নতুন । কলেজের দিকে এগিয়ে যাচ্ছে অনু হঠাৎ দূর থেকে কেউ অনু বলে ডাক দেই ।
অনু পিছনে তাকিয়ে দেখে আরশি । তখন আনু দাডিয়ে পড়েছে ।
কলেজের চারদিকে একবার চোখ বুলিয়ে নিলো অনু..!
সব কিছু কেমন চেনা মনে হচ্ছিলো অনুর কাছে কিন্তু সে অচেনার মতো এগিয়ে গেলো।
(আরিশির আগমন)
আরশি: hi
অনু: hello!
আরশি: কেমন আছো অনু?
আরশি: ভালো
চলো ক্লাস এ যাই ।
আরশি কিছু না বলে অনুকে নিয়ে ক্লাস এ চলে গেলো ।
আরশি জানে অনু একটু চুপচাপ স্বভাবের মেয়ে । আরশির এই কলেজে পড়ার একমাএ উদ্দেশ্যে ছিলো অনু ।
অনু ছিলো আরশির school লাইফের বেস্ট ফেন্ড । কিন্তু অনু আজ আরশিকে চিনতে পারছে না । আরশি অনুর অতীতে চলে গেলো
অনুর অতীত……
অনুর পুরো নাম হচ্ছে( আরিশুর রহমান অনু) অনু ছিলো আর্যু রহমানের একমাএ মেয়ে । আর্যু রহমান ছিলো টপ বিজনেস অফিসার । এতো বড়ো বিজনেস অফিসারের মেয়ে হয়ে ও অনু সাধারন হয়ে চলে । মনে কোন অহংকার নেই অনুর। একটু চুপচাপ স্বভাবের অনু।
জন্মের সময় মাকে হারিয়েছে অনু । মায়ের ভালোবাসা কাকে বলে অনু জানে না ।
অনুর বাবা অনুকে অনেক ভালোবাসতো মায়ের ভালোবাসার অভাব কখনো বুঝতে দেই নি ।
কিন্তু হঠাৎ একটি দুর্ঘটনায় অনুর বাবা মারা যাই অনু তার বাবাকে হারিয়ে পেলে ।
বাবা কে হারিয়ে অনেক ভেঙে পড়েছে অনু । কিন্তু কান্না করে নি অনু ।
চোখের পানি পডলে শক্ত করে চোখ বন্ধ করে ছিলো ।
বাবার কবর দেওয়ার পর অনু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেডে বলে..
হে আল্লাহ্ যেই জিনিস আমি সব চেয়ে বেশী চাই সেই জিনিস কেনো আমার ভাগ্য বেশী দিন থাকে থাকে না?
এইভাবে কিছু দিন কেটে গেলো অনু নিজেকে অনেক কঠোর বানিয়ে পেলছে ।
অনুর সব সম্পত্তি অনু দান করে দিয়েছে নিজের কাছে কিছুই রাখে নি কারন অনু প্রতিজ্ঞা করেছে সে কষ্ট করে নিজের স্বপ্ন পূরন করবে নিজেকে অনেক সাধারন করে রাখবে ।
বাবার মৃত্যুর পর অনু অনেক একা হয়ে যাই তখন ওর লাইফে একজন বেস্ট ফেন্ড আসে । যার নাম ছিলো আরশি ।
অনুর আরশির জন্য অপেক্ষা করছিল । কিন্তু আরশি এখনো আসতেছিলো না দেখে অনুর চিন্তা হচ্ছিলো।
চলবে?