গ্রীষ্মকাল নিয়ে কবিতা | গ্রীষ্মকাল কলমে জেরিন আক্তার যুথি

গ্রীষ্মকাল
জেরিন আক্তার যুথি

ঘাম ঝড়াতে এলো গ্রীষ্ম কাল ,
ফুটেছে কৃষ্ণচূড়া আগুন লাল ।

নাচছে প্রকৃতি ফুলের ছন্দে ছন্দে ,
গান গাইছে ভ্রমর কনক চাপার গন্ধে।

চাতক পাখি ডাকে নিঝুম প্রকৃতিতে,
ফলের রাজা কাঁঠাল সে তো গ্রীষ্ম কালেই পাকে।

করঞ্জা, কামিনী, কনকচূড়া,
জারুল, পারুল, স্বর্নচাঁপা
সব ই ফোটে গ্রীষ্ম কালে।
পাখিরা বসে গান করছে কৃষ্ণচূড়ার ডালে।

আম, কাঁঠাল, জাম, কদবেল
গ্রীষ্ম কালেই ফলে

এই ভীষণ গরমেও,
প্রকৃতি উপভোগ না করলে কি চলে?

আরো পড়ুনঃ  বন্ধু রূপী শত্রু | কবি উম্মি হুরায়েরা বিলু

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *