জাতীয় কবিকে নিয়ে কবিতা | নজরুল তুমি কবি উম্মি হুরায়েরা বিলু

নজরুল তুমি
উম্মি হুরায়েরা বিলু

 

নজরুল তুমি বাঙালিদের
অন্যতম কবি,
কলম দিয়ে এঁকেছো তুমি
মানবতার ছবি।

তুমি বিদ্রোহী তুমি বিপ্লবী
গাও সাম্যের গান,
প্রতিবাদী এক সত্তা তুমি
বাঙালিদের প্রাণ,

সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই,
প্রতিবাদের তিব্র ধ্বনি
তোমার লেখায় পাই।

ভাবতে তুমি সারাজীবন
দ্বীন দুঃখীদের কথা,
তাদের তরে কাজ করেছো
ঘুচাতে তাদের ব্যথা।

উঁচু নিচু তোমার কাছে
সবাই ছিল সমান,
প্রভুর তরে লিখেছো তুমি
কত শত গান।

অগ্নি-বীণা বিষের বাঁশি
কালজয়ী সব লেখা,
লিখেছো তুমি চক্রবাক
সন্ধ্যা প্রলয়-শিখা।

সর্বহারা সিন্ধু হিন্দোল
লিখেছো কত গান,
জাতীয় কবি করে তোমায়
দিয়েছে সম্মান।

আরো পড়ুনঃ  মুক্তি কলমে রওনক জাহান বৈশাখী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *