মেঘলা আকাশ
জাকিরুল ইসলাম
মেঘলা আর আকাশ রাগ করেছে
বৃষ্টি, বর্ষা আর বাদল বেড়াতে গেছে।
নদী অপেক্ষা করছে বৃষ্টির জন্য
নদীকে পেলে সাগর হবে ধন্য।
একে অপরের বিবাদে ভূমি পানি শূণ্য
বিবাদ মিটাতে মানুষকে করতে হবে পুণ্য।
দেশ ব্যাপি লাগাতে হবেগাছ পালা
তবেই প্রকৃতি দিবে আমাদের মালা।