বর্তমান যুগ
~ তবিনুর
বর্তমান যুগ হচ্ছে চলার। মানুষের জীবনে নেই শান্তি, নেই স্বস্তি। মনে হয় তো অনেক উগ্র আকাঙ্ক্ষা, হয় তো বাসনা অনেক কিছু পাওয়ার,কিন্তু যে ছোটো সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ পাওয়ার জন্য, সে জানে না। জানে না সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর সঠিক পথ কোনটি। তার একমাত্র উদ্দেশ্য অন্যকে ছাড়িয়ে অন্যকে ছাড়া সম্মুখপানে এগিয়ে যাওয়ার। প্রকৃতপক্ষে জীবনের এই অর্থহীন প্রতিযোগিতার সুফল পাওয়া যায় নি।