বিশ্ব নবী( সঃ)
উম্মি হুরায়েরা বিলু
বিশ্ব নবী সবার সেরা
আপোষহীন বীর,
অন্যায় দেখে কখনো তুমি
করোনি নত শির।
ধরার মাঝে এসে তুমি
দূর করলে আঁধার,
বিশ্ববাসীর নেতা তুমি
আমাদের রাহবার।
জালিমের জুলুম সহ্য করে
করেছো দ্বীন প্রচার,
তোমার পথে চলতে তুমি
বলছো বারে বার।
কুসংস্কার করলে যে দূর
জ্বাললে দ্বীনের আলো,
দ্বীনের ছোঁয়া পেয়ে সবাই
হয়ে গেলো ভালো।
তুমি মোদের শ্রেষ্ঠ নবী
তুমি মোদের নেতা,
রোজ হাশরে মোদের পক্ষে
বলবে তুমি কথা।