বাংলা ভাষার জনপ্রিয় ৮ টি নিশ বা কিওয়ার্ড জানা থাকলে আপনি খুব সহজে ব্লগিং সাইটে সফল হতে পারবেন। একজন মানুষ দৈনিক কতগুলো শব্দ জানার জন্য বা বিভিন্ন প্রয়োজন গুগলে অনেক কিছুই সার্চ করে। আর সেগুলো যদি আপনার জানা থাকে তাহলে তো অবশ্যই আপনি লাভবান হবেন। তাই ব্লগিং শুরু করার আগে নিশ সম্পর্কে জানা খুব গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ ছাড়া বিভিন্ন দেশে বাংলা ভাষায় কথা বলে এমন অনেক মানুষ আছে। যার ফলে বাংলা ভাষায় ব্লগিং করলে আপনি কখনো ব্যর্থ হবেন। সফল ভাবে এসসিও সহ বিভিন্ন ধরনের ইউনক কন্টেন্ট নিয়ে কাজ করলে খুব সহজেই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাবেন।
বাংলা ভাষার জনপ্রিয় ৮ টি নিশের তালিকা
- তথ্য বা জ্ঞান
তথ্য বা জ্ঞান বিষয়ক আমরা নিজেরাই অনেক কিছু সার্চ কি! যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন এই বিষয় গুলো নিয়ে কাজ করলে ব্লগি জগতে খুব তাড়াতাড়ি ভালো কিছু করা সম্ভব।
০১। আজকের আবহাওয়া
০২। বাংলাদেশে সেরা বিশ্ববিদ্যালয়
০২। ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করতে হয়
০৩। বাংলাদেশের ইতিহাস
- স্বাস্থ্য সম্পর্কিত বিষয়
হঠাৎ জ্বর হলো বা পেট ব্যাথা কি না ভেবেই যেন আগে এটাই সার্চ করি এখন কি করবো? কি করলে ভালো হবে। এই বিষয় গুলো নিয়ে বা এই নিশ নিয়ে কাজ করা গেলে খুব দ্রুত সফলতা অর্জন করা সম্ভব। যারা নতুন ব্লগিং শুরু করতে চাচ্ছেন স্বাস্থ্য বিষয়ে অভিজ্ঞ হলে এই নিশ নিয়ে কাজ করতে পারেন।
০১। সর্দি-কাশির ওষুধ
০২। ওজন কমানোর উপায়
০৩। মাথাব্যথার কারণ
- শিক্ষা নিশ
শিক্ষার কোন বিকল্প নেই, এই যে আপনি নিশ বা কিওয়ার্ড জানার জন্য সার্চ করেছেন। তারপর বিভিন্ন জন বিভিন্ন বিষয় নিয়ে সার্চ করে। বিভিন্ন তথ্য আমাদের প্রায় হয়। হাজার হাজার স্টুডেন্ট হাজার হাজার প্রশ্ন হাজার হাজার উত্তর। কন্টেন্ট এর অভাব নেই। শুধু ভালো করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করলে খুব সহজে শিক্ষা নিশ নিয়ে কাজ করলে উন্নতি সম্ভব ৯৯%। যেগুলো বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করতে পারেন।
০১। বাংলা গ্রামার
০২। এসএসসি পরীক্ষার রেজাল্ট
০৩। বাংলা কবিতা
০৪। ইংরেজি অনুবাদ
- খাবার ও রান্না
আজকে কি খাইলেন?. বা খেলে ভালো হতো। যা খেয়েছেন তা কি ভাবে তৈরি হলো? এটাই হচ্ছে খাবার ও রান্নার নিশ সহজ ভাষায় বলতে গেলে রেসিপি। বর্তমান সময়ে মা ও বোনেরা কারো দেখে না শিখে অনলাইন সার্চ করে শিখতে বেশি পছন্দ করে। তাই আমি এক কথা এই নিশটি সাজেস্ট করবো। বাংলা ভাষায় জনপ্রিয় ৮ টি নিশের মধ্যে এটি অন্যতম।
০১। মিষ্টি রেসিপি
০২। পাস্তা বানানোর উপায়
০৩। বাঙালি রান্নার রেসিপি
- বিনোদন
কবে একটা মুভি প্রকাশিত হবে সেটা কিভাবে দেখবে? বা সেটার রিভিউ কাহিনী নানান বিষয়ে কন্টেন্ট তৈরি করে হাজার হাজার ভিউ পেতে পারেন। তাই বাংলা ভাষায় জনপ্রিয় ৮ টি নিশের মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিশের বিষয় গুলো যা যা হতে পারে।
০১। বাংলা সিনেমা
০২। নতুন গান
০৩। টেলিভিশন শো
০৪। মুভি রিভিউ
০৫। মুভি এক্সেেইন
- টেকনোলজি
টেকনোলজি নিশ নিয়ে কাজ করতে চাইলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। এই নিশে কন্টেন্ট গুলো অনেক বেশি রিচ টাইপের হয়। যা ফলে আপনি ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন। বাংলা ভাষায় জনপ্রিয় ৮ টি নিশের মধ্যে টেকনোলজি নিশের বিকল্প আর কোন নিশ হতে পারে না। আপনার কন্টেন্ট গুলো যে রিলেটেড হতে পারে যেমন:
০১। ফোনের দাম
০২। ল্যাপটপ কেনার উপদেশ
০৩। গুগল একাউন্ট তৈরি
- চাকরি ও ক্যারিয়ার
বেকারত্বকে পুঁজি খাটিয়ে এই নিশটি ব্যাপক জনপ্রিয়। কি আর বলবো সম্ভবত আপনিও একজন বেকার। নিজে চাকরি খুঁজুন আর একজকে খুঁজে দিন। এই সিস্টেমে এই নিশে কাজ করতে পারেন। বাংলাদেশে কোটি কোটি বেকার, সুতরাং ট্রাফিক নিয়ে চিন্তা করা লাগবে না। বাংলা ভাষায় জনপ্রিয় ৮ টি নিশের মধ্যে চাকরি ও ক্যারিয়ার নিশের তুলনা হয় না। আপনি খুব সহজে এই নিশ নিয়ে কাজ করতে পারবেন।
০১। চাকরি খোঁজা
০২। বিসিএস প্রস্তুতি
০৩। নতুন চাকরির বিজ্ঞপ্তি
- পার্সোনাল ফাইনান্স ও ব্যাঙ্কিং
সত্যি কথা বলতে আমরা সবই টাকার পিছনেই দৌড়াচ্ছি। তাই এই নিশের ভয়াবহ গুরুত্ব নিয়ে আর না বলি। এই নিশ নিয়ে একটু সময় দিলে আপনার নাগাল আর কেউ পাবে না। এই নিশের বিষয়বস্তু গুলো হচ্ছে..
০১। ব্যাংক লোন
০২। বিটকয়েন দাম
০২। এফডি অ্যাকাউন্ট
এইগুলোর মধ্যে কোন বিষয়গুলো জনপ্রিয়, তা কিছুটা অঞ্চলের উপরও নির্ভর করে। তবে সবার মধ্যে সাধারণভাবে প্রাসঙ্গিক ও প্রয়োজনীয় তথ্য খোঁজার প্রবণতা বেশি দেখা যায়। বাংলা ভাষায় জনপ্রিয় নিশ বা বাংলা ভাষায় জনপ্রিয় কিওয়ার্ড লিস্টে এগুলোই সেরা। এর বাইরে আর কিছুই নেই। এগুলো নিয়ে কাজ শুরু করুন। যেটি সম্পর্কে আপনার অভিজ্ঞতা আছে, নিজে লেখতে পারবেন ওই নিশ নিয়ে কাজ করতে পারেন। সফলতার জন্য অবশ্যই পরিশ্রম দরকার সুতরাং লেগে থাকুন।