
পরকালে কথা
সামিয়া আক্তার
কবর পথের যাত্রী তুমি
কীসের এত অহংকার
গূনাহ করতে করতে
জীবন করেছ অন্ধকার
হিংসা আর অহংকার এ
জিবন হলো শেষ
কেমনি জবাব দিবে তুমি
আখিরাতের দেশে
এই দুনিয়ায় দুই দিনের ই
হাসি তামাশার ঘর
ভুলে যেওনা এই দুনিয়া
মিছে মায়া পর
তাই চলো আমরা নামাজ পড়ি
আখিরাতের জীবন গড়ি
তবেই জীবন হবে সুন্দর
খুশি হবে প্রতিপালক।