ছেলে হারা মা কলমে খাদিজা খাতুন

ছেলে হারা মা কবিতা | কলমে খাদিজা খাতুন

ছেলে হারা মা
খাদিজা খাতুন

ছেলে হারা মায়ের চোখের জল আজও শুকায় নি,
কালো মেঘের ঘনঘটা ছাড়াই বুকে যে ঝড় উঠেছিল—
তা আজও বয়ে চলেছে থামেনি একদন্ড।
মা আজও মাঝরাতে জেগে ওঠে খোকার ডাক শুনে,
মনের অজান্তেই খোকার প্রিয় সবকিছুর আয়োজন করে ।
রাত জেগে বসে থাকে খোকা কখন ফিরবে এই আশায়।
বছর পেরিয়ে গেছে, আবারো বাঙালি রাজপথে নেমেছে,
তবে স্বাধীনতা অর্জনের জন্য নয়, উপভোগের জন্য।
কিন্তু, ছেলে হারা মা আজও পথপানে চেয়ে আছে,
ছেলে হয়তো ফিরে আসবে বিজয়ী পতাকা নিয়ে।

আরো পড়ুনঃ  ৩৯ টি ঈদ নিয়ে কবিতা, স্ট্যাটাস, ক্যাপশন ও কিছু কথা ২০২৪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *