
গজল
সামিয়া আক্তার
রোজ নামাজে কালিমা পড়, জীবন হবে সুন্দর,
নামাজ পড়, রোজা রাখ, নরম হবে অন্তর।
দুনিয়া তোমরা আসল নয়, পরকালে যেতে হয়,
নামাজ না পড়িলে তুমি, কেমনে পাবে জান্নাত হায়?
ইবাদত করিলে মুমিন, ক্ষতি কোন হবে না,
আল্লাহ অনেক খুশি হবে, নিরাশার তুমি হবে না।
আমল না করিলে মুমিন, জান্নাত তুমি পাবে না,
জীবন তোমার বৃথা যাবে, কোন উপায় হবে না।
জীবন তোমার ধন্য হোক, ইবাদতের কারনে,
রোজ নামাজে কালিমা পড়, আল্লাহর ওই দরবারে।