
তুমি চাইলেই
নাদিয়া জান্নাত নীলা
তুমি চাইলেই
আজ একসাথে পথ চলা যেত ।
তুমি চাইলেই
একসাথে বসে কিছু কথা বলা যেত ।
তুমি চাইলেই
দুজন মিলে একসাথে চাঁদ দেখা যেত ।
তুমি চাইলেই
এক কাপ কফি নিয়ে ,
দুজন দুজনকে বলা যেত ভালোবাসি ।
তুমি চাইলেই
দুজনের দুঃখ ভাগ করে নেয়া যেত ।
তুমি চাইলেই
আমি তোমার আর তুমি আমার হতে পারতে।
কিন্তু ,তুমি চাইলে
দূরত্ব!
তুমি চাইলে বলেই
অসংখ্য চাওয়া পাওয়া নিয়ে
দূরত্বকে আপন করে নিলাম,
সরে আসলাম তোমার থেকে।
অথচ ,তুমি চাইলেই
সব হতো একসাথে সব হতো ।
বলা যেত, “ভালোবাসি”
প্রচন্ড “ভালোবাসি” ।