
সংকীর্ণ জীবন
খাদিজা খাতুন
এই সংকীর্ণ জীবনের বিশটি বছর কেটে গেছে,
এখনও পাহাড় দেখা বাকি,
পাহাড়ের বুকে দাঁড়িয়ে অপ্রকাশিত অনুভূতি গুলো চিৎকার করে প্রকাশ করা বাকি।
এই সংকীর্ণ জীবনের বিশটি বছর কেটে গেছে,
এখন সমুদ্র দেখা বাকি,
সমুদ্রের থেকে নিজের দুঃখ কষ্ট গুলো গোপনে সহ্য করার গোপন মন্ত্র শেখা বাকি।
এই সংকীর্ণ জীবনের বিশটি বছর কেটে গেছে,
এখনও অক্টোবরের বৃষ্টিতে ভেজা বাকি,
অক্টোবরের সকালে খালি হেঁটে হেঁটে বিষাদ গুলো ঝেড়ে ফেলা বাকি।
এই সংকীর্ণ জীবনের বিশটি বছর কেটে গেছে,
এখনও শরতের আকাশ নিয়ে কবিতা লেখা বাকি,
শরতের দুপুরে পুকুরে ফুটে থাকা পদ্মটা ছুঁয়ে দেখা বাকি।
এই সংকীর্ণ জীবনের বিশটি বছর কেটে গেছে,
এখনও খোদার প্রিয় হয়ে উঠার চৌদ্দ আনা পথ বাকি,
খোদার প্রেমে মশগুল হয়ে পৃথিবীর স্বার্থ ভুলে থাকা বাকি।
এই সংকীর্ণ জীবন বহমান তবুও কত কিছু যে বাকি রয়ে গেছে।