
অস্তিত্বহারা
মাঠে ঢালাই স্বপ্ন ভাঙে
চোর-পুলিশ একসঙ্গে নাচে
গরু-মরু ঘুম ভেঙে গেছে
মানুষের চোখে আঁধার ফাঁসে
শহর কাঁপে মোবাইলের শব্দে
বাসরুমে হাহাকার লুকায়
পথের ধুলায় চাঁদের ছায়া
হাসি-মুখে গোপন অশ্রু রায়
সদাই সত্য বলে যারা
তারাই আজ গোপন খোঁজে মিথ্যা
সাধু মোনাজাত ফাঁকা কণ্ঠে
রাক্ষুসী খোঁজে অজানা প্রতিশোধে
অপরাধে হাসে অভিজাত
নির্দোষে কাঁদে শিশুর চোখ
বড়দের খেলায় ছোটদের হার
মাঝে মাঝে নীরবতার চোষণকোষ
বিদেশি সংবাদ খায় বাঙালি
দেশের খবর পড়ে গায়ে শীত
শত্রু-মিত্র মিলেমিশে
বন্ধুত্বের স্বাদ সব বিষাক্ত
অস্তিত্ব খুঁজে খুঁজে হারায়
ভবিষ্যতের কথা ভুলে যায়
আজকের জলে বয়ে যায় কাল
মানুষের আশা খোঁজে হাওয়ায়
- মাহজাবীন তাসনীম রুহী
- অনার্স ২য় বর্ষ
- রাষ্ট্র বিজ্ঞান বিভাগ
- এম সি কলেজ সিলেট




