
অন্তঃকেশ!
~ শা মী ম
তোমাকে একদিন বলেছিলাম—এসো,
তোমার খোঁপায় বেঁধে দিই আমার সমস্ত ভালোবাসা;
তুমি হাসতে হাসতে বলেছিলে—
ভালোবাসা কি তবে চুলের বেণিতে বাসা বাঁধে?
সেদিন সন্ধ্যার আলোয়
তোমার বেণি গাঁথার ফাঁকে ফাঁকে
আমি রেখে এসেছিলাম পৃথিবীর যত প্রেম,
হয়তো তোমার চোখ টেরও পায়নি।
হাওয়ায় তোমার চুল উড়লে
আমার রেখে যাওয়া কথাগুলোও উড়ে যায়—
মনে হয়, আলতো বাতাসেই
আবার তোমার কাছে ফেরে আমার অভিমান।
আজ এতদিন পরও
তোমার খোঁপার গন্ধে লেগে থাকে আমার নাম,
আর আমি প্রতিরাতে ভাবি—
ভালোবাসা কি তবে চুলেরই মতো?
লম্বা হলে যত্ন বেশি, আর খুলে গেলে
সবই আবার নতুন করে গাঁথা যায়!




