
সময়
ফারিয়া ইসলাম
সময় থাকিতে করো সাধন
তাতেই হবে খুশির বাঁধন।
সময়কে যদি লাগাও কাজ
বসে থেকোনা ঘরে আজ।
ভাবো যদি একবার গভীরভাবে
সময়কে কি তুমি আর পাবে?
যদি সময়কে ধরতে পারতে,
লুকিয়ে রাখতে হিরের পাত্রে।
পরে করব কাজ ভেবো না
সময়কে তো আর পাবে নাহ।
সময়ের কাজ সময়ে করো,
তাতেই কল্যাণ হতে পারো।
- ফারিয়া ইসলাম
শিক্ষার্থী, ভৈরব সরকারি মহিলা কলেজ।




