
.
হাদি রবে চিরকাল
নাঈমা জান্নাত ইমা
একটি শিশুর হাসি বাবার স্বপ্ন ছিলো
ওসমান হাদি চলে গেলে তুমি রেখে।
ইনকিলাবের কণ্ঠ ছিলো তোমার গলা
বাংলাদেশের মুক্তিতে ছিলো তোমার বলা।
সাত মাসের ছেলেটা বাবা বলে কবে ডাকবে?
তোমার সৃতি রেখে আমরা চলবো এগিয়ে।
শহিদ ওসমান হাদি তোমার আত্মা শান্তি পাক
বাংলাদেশের ইতিহাসে তোমার নাম লেখা থাক।
তোমার আদর্শ বেচে থাকবে মানুষের মনে
বাংলাদেশের স্বাধীনতায় তোমারি দানে।




