
ইশক-এ-আতিশ বইয়ের রিভিউ
| বইয়ের নাম | ইশক-এ-আতিশ |
| লেখক | সাদিয়া রাজপুত |
| অনুবাদ | সৈয়্যদা নাজিয়া বিনতে শওকত হোসেন (অনুবাদক) |
| মুদ্রিত মূল্য | ৮০০/- |
| অফার মূল্য | ৬০০/- |
| পৃষ্ঠা | ৪৯৬ |
| কাভার | হার্ডকাভার |
| জনরা | অনুবাদ; উপন্যাস |
| প্রকাশন | উপকথা প্রকাশন |
বইয়ের সামারিঃ ‘ইশক’ ভালোবাসার চুড়ান্ত পর্যায়কে বুঝায়। বলা হয়ে থাকে ‘ইশক’ সেই আগুন যা জ্বালিয়ে ছাই না, একদম অস্তিত্ব বিলীন করে দেয়।
উপন্যাসের তিনটি মূখ্য চরিত্র……..
ওয়াজদান মুস্তাফা : পেশায় উকিল কিন্তু নিজের ভালোবাসার মামলায় হেরে যায়।
নুর-উল-হুদা : একজন সফল ব্যবসায়ী। তার প্রিয় মানুষকে সাদা পোশাকে দেখতে চাইতো কিন্তু একটা সময় আসে যখন সাদা পোশাকে প্রিয় মানুষকে দেখে তার আত্মা কেঁপে উঠে।
মালিহা ফারুকী : প্রাতিষ্ঠানিক পড়াশোনা তার ভালো লাগতো না। সে চাঁদ, আকাশ এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চাইতো। লাইব্রেরি গিয়ে বই পড়তে পছন্দ করত কিন্তু সেই লাইব্রেরির একটা দিন তার জীবনের বিপদ ডেকে এনেছিল নাকি প্রেম?
রহস্য, প্রেম, আত্ম-অনুসন্ধান এবং বিচ্ছেদের এই কাহিনী ভীষণভাবে আকৃষ্ট করে। আপনি এই উপন্যাসের প্রতিটি পাতায় নিজেকে খুঁজে পাবেন। বাস্তবতা কতোটা ভয়ানক হতে পারে আর নিয়তিতে যে কারো হাত থাকে না সবকিছু অনুভব করতে পারবেন এই তিন চরিত্রের মাধ্যমে।

ইশক-এ-আতিশ বইয়ের ছবি




ইশক-এ-আতিশ বইয়ের ক্যাপশন
| জীবনের চেয়েও বেশি যাকে ভালোবেসেছে, তার কবরে ফাতিহার জন্য হাত উঠানো সবচেয়ে কঠিন কাজ!! বই : ইশক-এ-আতিশ |




