কবিতা মায়া কাটাতে ব্যর্থ

মায়া কাটাতে ব্যর্থ
~ আয়াত মিম

শুভ্র ফুলের ভ্রমর ছিলাম।
ছিলাম কত অভিমানী।

বড্ড বেশী চঞ্চল আমি।
আপন জনের চোখের মণি।

লেগে থাকতো সর্বদা মুখে আমার মুচকি হাসি ।
কাদিয়ে ছিলো বহু আগে কবে সে কে জানি?

আজকে আমি ভ্রমর আছি!
সুবাস হারিয়ে পথ ভুলেছি।

নির্জীব পরে থাকা কাটার মতন,
সবার চোখে বিদছি এখন ।

অশ্রু ভরা চোখ ,আর লাল বর্ণ মুখ।
এখন আর নেই আগের মত ভুবন ভোলা সুখ ।

মায়ায় পড়ে নিঃশেষ আমি, মায়া কাটাতে ব্যর্থ।
ভালোবাসার লোভ দেখানো, সবই কী তার স্বার্থ?

আরো পড়ুনঃ  ভূগর্ভে নির্মিত গুপ্ত ঘর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *