
ক্ষমা প্রার্থনা
~ নাজমুন নাহার খান
এই বছরে কথায়, আচরণে,
দিয়েছি যদি কষ্ট তোমার মনে,
ভুলে কিংবা অভিমানে,
বুঝে না বুঝে জীবনযাত্রার বনে।
হয়তো হাসিনি যখন ছিলে কাঁদা,
হয়তো ফিরিনি ডাকে বারবার সাড়া,
হৃদয় ভেঙে যদি দিয়েছি বেদনা,
আজ চাই একটুখানি ক্ষমার সোনা।
আমি মানুষ, ভুল যে হয়,
তাই এই অন্তর নত করে বলি—হে ভাই!
ক্ষমা করো যদি করেছি আঘাত,
আল্লাহর নামে ভরে নিই প্রীতির পাত।
নতুন বছর আসুক আলো নিয়ে,
বেদনার গ্লানি ভাসুক নদীর স্রোতে।
চলো, মাফ করে দিই একে অন্যকে,
ভুল ভেঙে ভালোবাসা গাঁথি জীবনের বুকে।




