আমার হিজাব
হালিমা বিবি
আমার হিজাবে টান দিও না, পুড়ে হয়ে যাবে ছাই..
পরিচয়ে আমি মুসলিমা, হুশ কি তোমার নাই?
আমার হিজাব নয়তো কোনো শখের সাধারণ,
রবের হুকুম করতে পালন, করি এ রূপধারণ।
হিজাব আমার মর্যাদার চাদর, হিজাব সম্মান।
হিজাব পরে বাইরে গেলেই রাখা যায় যে মান।
হিজাবহীনা কি পেয়েছে লজ্জাহীনা হয়ে,
লম্পটেরে সুযোগ দিয়েছে সব কেড়ে নিয়ে যেতে।
মান এর নামে অপমানে দু-চোখ ভরায় জলে
ঈমান ছেড়ে দুনিয়া পেলে, আখিরাত গেলে ভুলে?
হিজাব নিয়ে করছে যারা, জুলুমের বাহাদুরি।
ইসলামের নাম তুলে নিতে , রোজ করে আহাজারি।
একদিন তারা ইসলামের বিজয় দেখে, ভয়ে হবে কাঁচুমাচু।
পালানোর জায়গা না পেয়ে বলবে, আল্লাহকে ডাকো এবার করে মাথা নিঁচু।
কর্ণাটকে হিজাব দেখে জালিমরা গিয়েছিলো ক্ষেপে,
অবশেষে তো পৃথিবী মুখর এক আল্লাহু আকবারে
এখনো যারা দম্ভ দেখায়, হিজাব খুলতে হবে।
বিকিনি পড়ে বাইরে গেলে,তাদের দন্ড কোথায় থাকে?
অশ্লীলতার মান কি তবে,শালীনতার উপরে?
বিকিনি যদি অধিকার হয়! হিজাব কেনো নয়?
তবে নির্লজ্জ এই পৃথিবীতে রাখতে নিজের মান।
মুসকানের মতো সাহসী হও বোন করোনা আর ভয়।
নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য