মুক্তি দাও
চৈতী দে
মুক্ত বাতাস,মুক্ত আলো
মুক্ত সবার প্রান,
আমিও হবো মুক্ত পাখি
গাইবো মুক্তির গান ।
মুক্ত আমার সবুজ পাতা
মুক্ত শ্যামা-দোয়েল,
তোমারা কেন বন্দি করে
করবে আমায় ঘায়েল?
বলবো আমি লিখব আমি
করবো বিশ্বজয়,
তোমাদের কথার শূলে
পাবো না তো ভয়।
কতো এলো কতো গেলো
বন্দি করার খাঁচা,
মুক্ত করে মনের দরজা
বলব আমায় বাঁচা।
মুক্ত হরিণ মুক্ত বনে
খেলছে আপন মনে,
আমিও যাবো মুক্ত হয়ে
খেলবো তাদের সনে।
চুপটি করে দেখবে সেদিন
গাইবো শুধু আমি,
মুক্ত করতে নিজের মান
কেমন করে জানি।
আরো পড়ুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য