ওলটপালট কলমে মুহাম্মদ জয়নুল আবেদীন

ওলটপালট

মুহাম্মদ জয়নুল আবেদীন

যুগজমানা পাল্টে গেছে

বর্ষায় বৃষ্টির খবর নাই,

শরতকালে টানা বর্ষন

শীত মৌসুমে ঠান্ডা নাই।

ফাগুনেতে ফুটেনা ফুল

বসন্ত বলার যুক্তি শেষ,

ঋতু গুনে লাভ কী যখন

ঋতুমরা বাংলাদেশ।

পাহাড় কাটছি,গাছ কাটছি

কাটছি জঙ্গল,সবুজবন,

তাইতো ঋতুর ওলটপালট

সহ্য করছি সর্বক্ষণ।

আরো পড়ুনঃ  ২০ টি বন্যা নিয়ে কবিতা | চলমান প্রেক্ষাপট নিয়ে লেখা বন্যার কবিতা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *