বছরের শেষ দিন
আজ বছরের শেষ দিন।
এ দিনটা খুবই গুরুত্বপূর্ণ ।
বিগত বছরের হিসাব করার।
আগামী বছরের পরিকল্পনার।
যদি হায়াতে জিন্দেগী না হয় শূন্য।
আজ রাত রবের কাছে ক্ষমা চাওয়ার।
বিগত পাপ ও গোনাহের কথা ভেবে।
জীবন প্রদীপ যেন হঠাৎ না নেভে।
অশ্রুসিক্ত চোখে কাতর স্বরে দোয়া করার।
আজ আত্মসমালোচনার দিন।
কেমন কেটেছে বছর,
কখন জীবন শান্ত ছিল, কখন উঠেছে ঝড়?
শোকর করা রবের কাছে সবকিছুর জন্য অন্তহীন।
আজ মনের ভেতর গভীর ভাবে খুঁজতে হবে ।
কে কবে আমায় দুঃখ দিলো, কষ্ট দিলো।
আমার আচরণে ভীষণ রকম ব্যথা পেলো।
যত্ন করে ক্ষমা সবার চাইতে হবে, করতে হবে।
আজ বেশি বেশি ভাসতে হবে ইস্তেগফারে।
নফল সালাত তাহাজ্জুদের জায়নামাজে।
কন্ঠে যেন তেলাওয়াতে কালাম বাজে।
কটু কথা কেউ যেন গো শুনতে নারে।
করবো দোয়া মাবুদ যেন তাই দিয়ে দেন।
কল্যাণকর বছর যেন আগামী বছর হয়।
সালাম বিনিময়ে হোক দোয়ার আবাদ
বিজাতীদের উইশ যেন যায় হয়ে ব্যান।
নতুন বছরে দীনের আলোয় জীবন গড়ুন।
নেক নিয়তে বছরটা হোক শুরু সবার।
সময় এখন আখেরাতের জন্য তৈরি হবার।
কোরআন, হাদীস , নামাজ দিয়ে সাজান জীবন।
———– ফারহানা মরিয়ম।
আরো পড়ুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য