বসন্তের স্পর্শ
ইমরুল হাসান মিশকাতসুন্দর করুণ ডাঙার মাঝে আছে প্রজাপতির ঝাঁক,
সন্ধ্যায় আঁধারের হালকা আলোয় ঝিঝি পোকার ডাক,
বনবনানীর শেকড় ঢুকে যায় মাটির অতল গহ্বরে,
এমন অতি আদরের শ্যামল পাখির অচিন ভিড়ে।
চোখের কোঠরে মিশে আছে তোমার মায়াবী গ্রাম,
ছোট্ট শিশুর হাসি-গানে খুজে পাবে অমায়িক প্রাণ।
সারি সারি ফসল ও ধান ক্ষেতের মুগ্ধ ঘ্রাণের ছলে,
ফিরে পাবে সতেজ স্নিগ্ধ আকাবাকা রাস্তার গোধুলী বিকেলে।
হলুদ, সবুজ শাড়ি পড়ে আছে বসন্তের স্পর্শ পেয়ে,
বসন্ত চেয়ে আছে দেখো তোমার পানে হাত বাড়িয়ে।
ধান ক্ষেত, পাট ক্ষেত মাঠে ভরা কল্মী ফুলের রেশ,
পড়ন্ত বিকেলের রৌদ্র আলোয় দেখতে লাগবে বেশ।
মিটিমিটি তারার আলোয় আলোকিত মায়াবী আকাশের নীল,
জোসনার সাজে পরিপাটি পল্লী যেন আত্মার অন্তমিল।
ফসলের মাঠে ব্যস্ত কৃষকের আয়োজনের নেই তো শেষ,
পাশে রাখালের বাশের বাসুরির ছুয়ে দেওয়া পরেশ।
হাসি ফুটে কৃষকের আলোয় মাখা মণির কোঠরে,
এমন গ্রামটি খুজে দেখো আকাবাকা নদির কিনারে।
বিনি সুতোয় গাথা আমাদের এই মায়ার বন্ধন,
হাজার বছর বেচে থাকুক ভালোবাসার এই সিংহাসন।
মা শা আল্লাহ