রুপার কুলখানিতে গরু পাঠালেন মেয়র

রুপার কুলখানিতে গরু পাঠালেন মেয়র

কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান প্রাণপন চেষ্টার পরও বাঁচাতে না পারা মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার পেকুয়ার সেই শিক্ষার্থী রূপার কুলখানি কাল বৃহস্পতিবার।
আদরের কন্যার কুলখানির আয়োজনে অনেক লোক খাওয়ানোর স্বপ্ন সাধ থাকলেও সাধ্যের অভাবে অকালে সন্তান হারানো গরীব বাবার মুখটি মলিন হয়ে যায়। খবর পেয়ে মানবিক মেয়র প্রায় দেড় লাখ টাকা মূল্যের বিশাল একটি গরু কিনে দিয়েছেন রূপার পরিবারকে। কারণ রূপার বয়সী একটি মেয়ে নিজেরও রয়েছে।
অনেকটা আবেগাপ্লুত হয়ে মানবিক এই উপহার দিয়ে আল্লাহর সন্তুষ্টি আশা করেন কক্সবাজারের নগর পিতা।
প্রসঙ্গত: সপ্তাহ আগে পেকুয়া থেকে কক্সবাজার ফেরার পথে আহত মেয়েটিকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম রেফার করলে পথিমধ্যে মারা যায় রূপা। ওইদিনও ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা খরচ করেন মেয়র মুজিব।

আরো পড়ুনঃ  পায়ে হেঁটে ২০টি গ্রামের হাজারো মানুষের হাতে বই তুলে দিতেন “বইওয়ালা”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *