চায়ের নগর কলমে মোঃ গোলাম দস্তগীর

চায়ের নগর
মোঃ গোলাম দস্তগীর

চায়ের নগর টগর বগর দেখতে লাগে বেশ
মিষ্টি মুখে ছোট্ট চুমুক ক্লান্তি হবে শেষ।

চা পাতারই সবুজ ধোঁয়ায় মনটা ঘুরে উড়ে
মনমাঝি মোর ফানুস হয়ে রঙিন ভেলায় চড়ে।

শক্ত ঢালে সবুজ পাতা চায়ের স্বাদে গাঁথা
এক চুমুকেই ঠান্ডা হল বুড়ো দাদুর মাথা।

দেখতে যেমন বিশাল বাগান ঘুরতে লাগে সেই
দুষ্ট বালক মেলা জুড়ায় সঙ্গে রাখে সই।

কোথায় সমাজ মা-বাবাও কোথায় তাদের খোঁজ?
এমন দৃশ্য রুখতে হবে ঘটছে যাহা রোজ।

চারিদিকে সমান তালে গাছের সারি সারি
চোখ মেলাতেই পর্যটক আর রঙিন লোকের হাঁড়ি।

যাই দেখছি লাগছে ভাল সুপ্ত আমার মন
সোনার দেশকে গড়তে হবে এইতো আমার পণ।
………………………………………….
ঠিকানাঃ ফান্দাউক/৩৪৪১, নাসিরনগর-ব্রাহ্মণবাড়িয়া
[email protected]

আরো পড়ুনঃ  মুক্তি দাও কলমে চৈতী দে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *