রোদের দৃশ্য
বখতিয়ার উদ্দিন
মাঝে মাঝে এক যেন পড়ন্ত বিকালে,
কি এক অদ্ভুত দৃশ্য দেখি চোখ মেলে।
হলদে রোদ যে আর সাদা রোদ দলে
মিশে যায় মরা ঘাস লম্বা দেওয়ালে।
যেন ভিন গ্রহ এর আলো পড়ে তবে
তখন মন ভিতর কি যে লাগে সবে।
হয়তো মনের স্মৃতি রয়ে যায় মনে
খড়ের গাদার দ্বারে এমনি যে ক্ষণে।
পৃথিবীতে মাঝে মাঝে কত রঙ চলে
প্রকৃতির বিল-ঝিলে পাহাড়ের ঢালে।
পুরাতন দালানের ধারে ধারে হায়
কত রঙ চোখে দেখে কত জায়গায়।
চোখ ধাঁধানো মনেতে রোদ দিয়ে মনে
সাত রঙ দেখি তবে পাল্টে ক্ষণে ক্ষণে।