অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার ২০২২ পেলেন ছয় লেখক

অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার ২০২২ পেলেন ছয় লেখক

চট্টগ্রামের সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান অক্ষরবৃত্তের ‘অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার ২০২২’ পেয়েছেন ছয় লেখক। মোট ১০টি ক্যাটাগরিতে লেখকদের এই পুরস্কার দেওয়া হয়েছে।

পুরস্কারপ্রাপ্ত লেখকরা হলেন— শিশুসাহিত্যে (ভূতের গল্প) ইমরুল ইউসুফ, কিশোরসাহিত্যে (সায়েন্স ফিকশন) নাসরীন মুস্তাফা, মননশীলসাহিত্যে (প্রবন্ধ) অমল বড়ুয়া , ভ্রমণসাহিত্যে (ভ্রমণকাহিনী) রফিক আহমদ খান, বিবিধ ক্যাটাগরিতে (প্রকৃতি) হাসান জাহিদ ও (স্বাস্থ্য) ডা. আহাদ আদনান।

অক্ষরবৃত্ত প্রকাশনের স্বত্বাধিকারী ও প্রকাশক আনিস সুজন বলেন, মৌলিক সাহিত্যকর্ম তুলে আনার লক্ষ্যেই এই আয়োজন। ১০টি ক্যাটাগরিতে সারাদেশ থেকে প্রায় তিন হাজার পাণ্ডুলিপি জমা পড়ে। দেশের খ্যাতিমান সাহিত্যিকেরা নিজ নিজ শাখায় বিচারকের দায়িত্বে ছিলেন। কয়েক ধাপে বাছাই শেষে ৬টি পাণ্ডুলিপি নির্বাচন করা হয়।

পুরস্কার পাওয়া পাণ্ডুলিপিগুলো বই আকারে আগামী ২০২৩ সালের বইমেলায় প্রকাশ করা হবে এবং লেখদের ক্রেস্ট, সনদ, প্রশংসাপত্র ও লেখক সম্মানী হিসেবে ৫ হাজার টাকা নগদ প্রদান করা হবে।

পাণ্ডুলিপি পুরস্কার ২০২২-এ অংশগ্রহণকারী প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন।
অক্ষরবৃত্তের সাথে থাকুন। অক্ষরবৃত্তকে ভালোবাসুন।

আরো পড়ুনঃ  ওমর ফারুক স্যার কলমে রাকিব হাসান ফেরদৌস II Rakib Hasan Ferdous ar Best Poem 2023

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *