কলঙ্কময় আগস্ট
কবি ফাহিয়া হক ইন্নি
আগস্ট শুধু শোকের-ই মাস নয় ,
বাঙ্গালীর এক কলঙ্কময় অধ্যায়।
এ মাসে প্রতিটি বাঙ্গালীর হৃদয় ব্যথিত হয় শোকে,
মরণের চেয়ে বেশি যন্ত্রণা অনুভূত হয় বুকে।
আবারো প্রতিটি বাঙ্গালী দাঁড়াতে চায় রুখে ,
প্রতিশোধের আগুন যে এখনো জ্বলছে চোখে।
এই আগস্টের ১৫তম দিনে
ঘাতকের দল মেতে উঠেছিলো নৃশংস বর্বরতায়
যা আজো কোটি বাঙ্গালীদের কাঁদায়।
সপরিবারে হত্যা হয়েছিলো বাঙ্গালী জাতির পিতা
বাঙ্গালী জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় পাতা
ভেবেছিলাম আমরা অন্যতম সৌভাগ্যবান জাতি
পেয়েছিলাম উজ্জ্বল নক্ষত্রের ন্যায় সাথী।
কিন্তু ঘাতকরা টানতে চাইলো ইতি
তবুও মুছতে পারলো না জাতির পিতার স্মৃতি,
বাংলার সবকিছুতে মুজিব চিরকাল যাবে রয়ে
প্রতিটি বীর বাঙ্গালীর রক্ত কণিকায় বয়ে।
সংক্ষিপ্ত পরিচিতঃ কবি ফাহিয়া হক ইন্নি ।জন্ম ১৫ই অক্টোবর ২০০৬।মাতা রাবেয়া খাতুন এবং পিতা মো.তুহিন।বর্তমান ঠিকানাঃ মেরাজনগর ,কদমতলী ,ঢাকা।
বিজ্ঞান বিভাগে এসএসসি(২০২৩)পরীক্ষা দিয়েছেন।কবিতা পড়তে পছন্দ করেন।রোমান্টিক কবি হিসেবেই পরিচিত।
অসম্ভব ভালো লেখেন।
সাম্প্রতিককালে এতো কম বয়সে অলঙ্কারপূর্ণ ভাষায় কবিতা লেখায় দক্ষতা দেখাতে পারে নি।
অন্তত আমি দেখিনি। 💙
শুভকামনা রইল। এগিয়ে যান কাব্যিক চিন্তাভাবনায়। 💝💙