মায়ের চিঠি
মুহাম্মদ নুরুল কবির করিমী
দশটা বাজে যাবো কাজে
করছি তাড়া হুড়ো ,
ড্রেসটা পরে জামাটা নেব
অবস্থা জড়ো সড়ো ।
ডাক হরকরা নাড়ে কড়া
রক্তিম তার দিঠি ,
রঙিন খামে আমার নামে
ধরিয়ে দিল চিঠি ।
চিঠিটা পড়ে ধুকধুক করে
কম্পন ধরছে বুকে ,
মা যে আমার নেয়নি আহার
পড়ে আছে অসুখে ।
লিখেন মা খোকা আমার
জলদি এসো বাড়ী ,
আজরাইল এল নিতে প্রাণ
কবরে দেবো পাড়ি ।
চোখের জল করে টলোমল
খা খা করে বুকে ,
অমনি গাড়ী ফিরছি বাড়ী
মাকে রাখবো সুখে ।
বাড়ি গিয়ে দেখতে পেলাম
নিথর মায়ের দেহ ,
জানাযা পর দিলাম কবর
আঁধার মাটির গেহ ।
দো’হাত তোলে প্রার্থনা প্রভু
ক্ষমা করবেন তাঁকে ,
এভূবনে এসে চক্ষু মেলে
প্রথম দেখেছি মাকে ।
যেমন করে আদর,স্নেহ
দিয়েছেন ভালোবাসা ।
শিশুর মতো বিনা শর্তে
জান্নাত দিবেন আশা ।
একটা চিঠি জীবন যেন
পাল্টে দিল মোর ,
কিসের বাড়ি,টাকা-কড়ি ?
কবর নয়তো দূর !!
______________