আস্ফালন কলমে নুসরাত রহমান
আস্ফালন নুসরাত রহমান ওহে দুঃখ, হে দারিদ্র, ওহে ঝরা অনেক সয়েছি… এবার তবে তোমার লীলা কর ক্ষান্ত। তব মহিমায় আজ আমি সর্বশান্ত। আরও যদি থাকে পাওনা কিছু দিও, তবে.. আজ আর নেওয়ার ক্ষমতা নেই আমার। অপছন্দ নয়, তোমায় সমীহ করি ভীষণ। তোমার স্পর্শে হয়েছি ইস্পাত কঠিন নির্বাক হয়ে দেখি তোমার আস্ফালন।