বর্ষাকালের ভালো-মন্দ
বর্ষাকালের ভালো-মন্দ লেখক – রতন বসাক গ্রীষ্মকালের প্রচন্ড দাবদাহে যখন গাছপালা ঝলসে যায় ও মাটি শুকায়। ঠিক তখন মানুষ ও সমস্ত প্রাণীকুল এই ঋতুর কড়া প্রহার থেকে রেহাই পেতে বৃষ্টির আশা করে। সূর্যের প্রচন্ড তাপে নদী-নালা-খাল-বিল ও সমস্ত জলাশয় শুকিয়ে, জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। গরমের মারে সবাই হাঁসফাঁস […]