‘যেমন কর্ম তেমন ফল’ কথাটি সত্যতা যাচাই
যেমন কর্ম তেমন ফল আহমাদুল্লাহ আশরাফ মানুষ নামে নয় বাঁচে কর্মে। কর্মেই মানুষের প্রকৃত পরিচয়।যার কর্ম যতো ভালো হবে। তার ফলও তেমন ভালো হবে। এটাই স্বতঃসিদ্ধ বাস্তব কথা। ফলে—যারা কর্ম করে যায়, কষ্ট মোজাহাদা করে যায় এর পিছনে, পৃথিবী তাদের ভুলতে পারে না। ইতিহাসের সোলানী পাতায় লিখে রাখে তাদের মোবারক নাম। সম্ভ্রান্ত ব্যক্তিত্বের ইতিবৃত্তের […]