নববর্ষের ঝুড়ি | নববর্ষের কবিতা
নববর্ষের ঝুড়ি মশিউর রহমান দুর্জয় আঁকাবাঁকা গ্রাম শহরে হাঁটছে চাঁদের বুড়ি, ডান হাতে তার লাঠি একটা মাথায় জাদুর ঝুড়ি। সেই ঝুড়িতে আছে আবার হরেক রকম গুঁড়ো, কে কে নেবে জলদি এসো শিশু কিশোর বুড়ো। নববর্ষের সবই আছে বলছে ডেকে বুড়ি, হাতের বালা কাঁকন মালা রঙের শাড়ি চুড়ি। ফসল আছে ফুলও আছে আছে পশু পাখি, বিশ্বাস […]