কবিতা তোমার মাধুর্য
কবিতা তোমার মাধুর্য তুষার আচার্য্য স্বপ্ন মেঘের মেলায় আমি শুধুই মনের ভাবনা লিখি, তা কবিতা হয়ে ওঠে তোমার চোখে। প্রেমের উচ্ছ্বাস, ভালোবাসার প্রত্যয়, বিরহের আকুলতা, অপেক্ষার জ্বালা, মিলনের প্রশান্তি, শরীরের কোণায় কোণায় বিদ্যুৎ খেলে যাওয়ার আবেগ প্রকাশিত হয় শব্দের বিষ্ফোরণে। অজান্তেই কবিতা হয়ে ওঠে তোমার দৃষ্টিতে। তোমার ভাবনায় আমি লিখি রোজ সকল অনুভুতির প্রকাশ। কেমনে […]