জীবনে শিক্ষা
জীবনে শিক্ষা রাকিবুল হাসান ঐ নদী আমায় শিখিয়েছে বিপদেও সম্মুখে চলতে, আকাশ আমায় শিখিয়েছে উদার মনের মানুষ হতে। ঐ পাখি আমায় শিখিয়েছে স্বাধীন ভাবে পথ চলতে, পতাকা আমায় শিখিয়েছে মাথা উচ্চ করে দাড়াতে। ঐ ফুল আমায় শিখিয়েছে উজার করে গন্ধ বিলাতে, জীবন আমায় শিখিয়েছে অপরের কষ্টে ভাগ নিতে। ঐ মাঠ আমায় শিখিয়েছে বিশাল মনের মানুষ […]