সোনাই নদ কলমে কবি শেখ মোঃ মাহবুবুর রহমান
সোনাই নদ কবি শেখ মোঃ মাহবুবুর রহমান হে নদ!তোমায় হেরিয়া মজিনু প্রেমে তোমার ই জল হাতে নেয় নিচে নেমে, যখনি প্রথম দেখিনু তোমায় হায়! পুষ্প বৃষ্টি পুলকে চিত্তে যায়। ভারত হন্তে নেমে আসা নীল জল তোমারি বক্ষে ভরে যায় পুরো তল, শীতল সলিল পুত হেথা হোথা চাহি অনুরূপ আর কোথাও গো হেরি নাহি। অভিমুখে গিরি […]