ভালোবাসা কলমে তাহমিনা আক্তার
ভালোবাসা কলমে তাহমিনা আক্তার যখন আমার আকাশে খুব করে কালো মেঘ জমে তখন আমি ভাবি এই বুঝি তুমি এসে একটা গোলাপ কানের কাছে গুঁজে দিয়ে বলবে ভালোবাসি। যখন মধ্যে রাতে তোমার কথা মনে পড়ে আঁতকে উঠি তখন ভাবি এই বুঝি তুমি কল দিয়ে বলবে ভালোবাসি। যখন প্রচন্ড মন খারাপ হয় তখন ভাবি এই বুঝি তুমি […]